চিকিৎসা পরিভাষায় মূত্রনালির সংক্রমণ-কে ইউরিনারি ট্র্যক্ট ইন্ফেকশন বা ইউটিআই বলা হয়। পুরুষদের তুলনায় মহিলারা বেশি আক্রান্ত হন এই অসুখে। অনেক সময় অ্যান্টিবায়োটিক খেয়ে হয়তো এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। সবচেয়ে বড়ো কথা, একবারও মূত্রনালির সংক্রমণ হয়নি, এমন মহিলার সংখ্যা খুবই কম। তবে, কতটা সচেতন থাকলে এই সংক্রমণ এড়ানো যায়, কিংবা কীভাবে এই রোগের সঠিক চিকিৎসা করা হয়, সেই সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন ডা. সুদর্শন কান্তি বৈশ্য।

মূত্রনালি সংক্রমিত হয় কীভাবে?

এ হল এক ধরনের (ই-কোলি এবং অন্যান্য) ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ। এর ফলে মূত্রনালি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে যদি মূত্রনালির নিম্নাংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে চিকিৎসা পরিভাষায় বলা হয় সিস্টাইটিস এবং যদি মূত্রনালির ঊধর্বাংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বলা হয় পায়েলোনেফ্রাইটিস। এই পায়েলোনেফ্রাইটিস আসলে কিডনির সংক্রমণ। মহিলারাই বেশি আক্রান্ত হন এই অসুখে। পুরুষরা অনেক সময় বাহক হন এই রোগের। মহিলাদের শারীরিক গঠন এবং অসুরক্ষিত যৗনমিলন-ই এই ধরনের সংক্রমণের প্রধান কারণ। সেইসঙ্গে অস্বাস্থ্যকর জীবনযাপন, অপরিচ্ছন্ন পাবলিক টয়লেট ব্যবহার, ডায়াবেটিস মেলিটাস, ইউরিনারি ইন্সট্রুমেন্টেশন, ট্রমা, ক্যাথেটারাইজেশন-এর কারণেও ঘটতে পারে সংক্রমণ।

মূত্রনালি সংক্রমণের উপসর্গগুলি কী কী এবং কীভাবে রোগ নির্ণয় করা হয় এই ক্ষেত্রে?

মূত্রনালির নিম্নাংশের সংক্রমণের ক্ষেত্রে যেসব উপসর্গগুলি দেখা যায়, তার মধ্যে রয়েছে বারবার প্রস্রাবের বেগ পাওয়া এবং প্রস্রাবের পরে জ্বালা হওয়া আর ঊধর্বাংশ ক্ষতিগ্রস্ত হলে পেটে ব্যথা এবং জ্বর আসতে পারে। বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে উপসর্গগুলি প্রকট হয় না অনেক সময়। তাই, প্রস্রাবের পরিমাণ কমে গেলেই মূত্র পরীক্ষা করে রোগ নির্ণয় করা উচিত। এ প্রসঙ্গে আরও জানিয়ে রাখা প্রয়োজন, ভ্যাজাইনাল ডিসচার্জ না হওয়া এবং অসহ্য মাথা যন্ত্রণাও এই ধরনের সংক্রমণের নীরব উপসর্গ হতে পারে। এছাড়া, রক্তাভ প্রস্রাব এবং পিউবিক বোন-এর উপরের অংশে ব্যথা কিংবা লোয়ার ব্যাক পেইন-ও উপসর্গ হতে পারে এই রোগে। শিশুদের ক্ষেত্রে বমিভাব, বেশি সময় ধরে ঘুম, ক্লান্তি এবং প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যাও দেখা দিতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...