নতুন বাড়ি বা ফ্ল্যাটের সিলিং-এর ডিজাইন, রং ইত্যাদি নিয়ে অনেকেই অনিশ্চয়তার মধ্যে থাকেন। আবার খুব বেশি ডিজাইনের বিকল্পও মনকে ধন্দে ফেলে দেয়। অথচ মন চায় বাড়ির সিলিং সুন্দর করতে কিন্তু তার জন্য প্রয়োজনীয় তথ্য বা জ্ঞান আমাদের কাছে থাকে না।

বাজারে রোজই নতুন ফ্যাশনের সংযোজন ঘটছে। আগেরটা থেকে পরেরটা যেন আরও ভালো। কিন্তু সকলেরই ব্যক্তিগত পছন্দ রয়েছে যেটা সকলের নিজের নিজের রুচিরই প্রকাশ।

আগেকার দিনে অর্থবান ব্যক্তিদের বাড়ি অথবা ছবির পরদায় ডিজাইনার সিলিং চোখে পড়ত। ফলস সিলিং সে-সময়ও ছিল কিন্তু তা ছিল সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। কিন্তু ধীরে ধীরে সাধারণ মানুষও এই ধরনের সিলিং অ্যাফোর্ড করতে পারছেন। এই ধরনের সিলিং-এ নতুন সংযোজন হয়েছে লাইটের। আগের মতোই পিওপি অর্থাৎ প্লাস্টার অব প্যারিস-এর যুগ এখনও আছে তবে নানা রঙের আলোয় সিলিং-এর সৗন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। আসুন জেনে নিই সিলিং-এর ডিজাইন সম্পর্কে।

ট্র্যাডিশনাল ডিজাইন

সাদামাটা সিলিং এখন আর কেউ পছন্দ করছেন না সুতরাং হালকা ডিজাইন-কে এখন অনেকেই প্রায়োরিটি দিচ্ছেন। অফ হোয়াইট এবং হালকা হলুদ রং-এর সিলিং এখন ধীরে ধীরে ফ্যাশনে ফিরছে এবং নতুন ডিজাইনের লাইট এতে লাগানো হচ্ছে। ইলেকট্রিক আইটেমের ভ্যারাইটি এখন বাজারে প্রচুর।

ড্রইংরুমের সিলিং প্লেন বা হালকা রঙের হলে তাতে নানা ধরনের লাইট লাগানো যাবে। সাধারণত ঘরের ঠিক মধ্যিখানে একটা বড়ো ল্যাম্প বা ঝাড়লণ্ঠন সিলিং থেকে ঝোলানো দেখতে ভালো লাগে এবং চার কোণে এলইডি বাল্ব ঘরের সৗন্দর্য বাড়াবে। ঘরের আকার অনুযায়ী আলোর সংখ্যাও বাড়ানো যেতে পারে।

ন্যাচারাল ডিজাইন

ফলস সিলিং-এর চল যখন পুরোপুরি শুরু হয়নি তখন ঘরের সৗন্দর্য বাড়াবার জন্য ছবি বা পোস্টার দিয়ে দেয়াল ও সিলিং সাজাবার চল ছিল। প্রাকৃতিক দৃশ্যের পোস্টারই ব্যবহার হতো বেশি যাতে নীল আকাশ, ঝরনা, পাহাড়, নদী, ফুল ইত্যাদির অলংকরণ চোখে পড়ত।

সিলিং-কে ন্যাচারাল লুক অনেক ভাবেই দেওয়া যায়। এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তিবিশেষের উপর। ট্রে-সিলিং-এর মাধ্যমে এখন অনেকেই ঘরের ছাদ ডেকোরেট করছেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...