সব চেহারার সঙ্গে সব ধরনের সানগ্লাস মানায় না। তাই সানগ্লাস সচেতন মানুষের চাহিদা এবং প্রয়োজনের কথা বিবেচনা করেই বিভিন্ন কোম্পানি তৈরি করে নানা স্টাইলের সানগ্লাস। রৌদ্রোজ্বল পৃথিবীতে রয়েছে অনেক রকমের ফ্রেম, অনেক রকমের আকার—সানগ্লাসের। সেই সব সানগ্লাস যে-কোনও মানুষের মুখে বসে তৈরি করতে পারে একটা আলাদা রেখাচিত্র। কোনওটা পারে মুখের গড়নকে আরও আকর্ষণীয় করে তুলতে। কোনওটা পারে একই ভাবে মুখকে বেমানান, বিশ্রী করে তুলতে। দেখে নেওয়া যাক কোন ধরনের মুখে কী ধরনের ফ্রেম আর শেপের সানগ্লাস সব থেকে ভালো লাগে!  রোদ-চশমা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যা যা মনে রাখতে হবে সেই Sunglass fashion tips দিচ্ছি আমরা।

রং, আকার আকৃতি

  • যাদের চেহারা ছোটোখাটো, তারা স্লিক আকৃতি বেছে নিন। আর বড়ো চেহারার জন্য বড়ো গ্লাস মানানসই
  • যাদের গায়ে রং উজ্জ্বল তারা বেগুনি, সাদা, গোলাপি, লাল রঙের গ্লাস ব্যবহার করতে পারেন
  • যাদের ত্বক গাঢ় তারা কালো, কফি, বাদামি রঙের গ্লাস ব্যবহার করতে পারেন
  • চুলের স্টাইলের সঙ্গে মানানসই গ্লাস ব্যবহার করতে পারেন
  • হার্ট শেপ আকারের মুখে কপাল চওড়া ও চোয়াল সরু দেখায়। ক্যাটস আই, স্পোর্কি টাইপের সানগ্লাস বেশ মানিয়ে যায় এমন মুখের সঙ্গে। খুব বেশি বড়ো মাপের গ্লাস এ ক্ষেত্রে না কেনাই ভালো
  • ডিম্বাকৃতি চেহারায় সব ধরনের সানগ্লাসই ভালো মানায়। শুধু লক্ষ্য রাখবেন ফ্রেমটি যাতে আপনার মুখের তুলনায় বেশি চওড়া না হয়
  • ক্যাটস আই কিংবা অ্যাভিয়ের ফ্রেমের সানগ্লাসে গোল চেহারাকে বেশ লম্বাটে দেখায়। আয়তাকার, কোণযুক্ত ফ্রেমের সানগ্লাসও ভারী মুখের জন্য ভালো
  • বর্গাকৃতির মুখে মেটালিক ফ্রেম অথবা গ্লাসের নীচের অংশ রিম লেস সানগ্লাস মানিয়ে যায়
  • লম্বা মুখের সঙ্গে গোলাকৃতির সানগ্লাস ভালো মানায়। তবে খেয়াল রাখতে হবে, সানগ্লাসের ফ্রেম যেন খুব ছোটো না হয়
  • চতুর্ভুজাকৃতি মুখে ক্যাটস আই স্টাইল ভালো যাবে। তবে খেয়াল রাখতে হবে সানগ্লাসে যেন চোখের কোল ঢেকে যায়, তাই সানগ্লাস একটু বড়ো হওয়াই ভালো।

Stylish sunglasses -এর দর দাম

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...