শীতকাল মানেই শীতের হিমেল পরশ, বছর শুরুর হরেক মজা, বাতাসে কেক-এর মিষ্টি গন্ধ, রোদে বসে কমলালেবুর খোসা ছাড়ানো আর বাড়ি ঘরদোরের সাজবদল।

নতুন বছরে নিজের জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে তুলতে সকলেই চায়। নতুন করে পথচলার শুরু। মানুষের জীবনের মতোই তার সাধের বাড়িটিও নতুন কলেবরে সেজে ওঠার অপেক্ষায় থাকে। তাহলে নতুন বছরই হোক আদর্শ সময় বাড়ির সাজে পরিবর্তন আনার। বাড়ির অন্দরে বিভিন্ন রঙের সমারোহ যেমন অন্দরসজ্জায় নতুনত্ব নিয়ে আসে, তেমনি মানসিক শান্তি এবং মনে আনন্দেরও উদ্রেক করে। কীভাবে সম্ভব আসুন জেনে নেওয়া যাক:

দেয়ালে ব্রাইট কালার্স

বাড়ির অন্দরে কী Colours হবে তাই নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকেন। ঘরের রং ব্রাইট হবে সকলেই চান কারণ তাতে মনে পজিটিভিটি বজায় থাকে। সুতরাং রং বাছাই করাটা নির্ভর করছে আপনার মানসিকতার উপর।

সাদা: শীতের মরশুমে ঘরের অন্দরে সাদা রঙের আধিপত্য অনেকেরই পছন্দ। সাদার সঙ্গে আলাদা আলাদা রঙের মেলবন্ধন ঘটিয়েও ঘর সাজিয়ে তোলা যায়।

ক্রিমসন: বসার ঘরে কী রং করা হবে সেটা অনেকের কাছেই চ্যালেঞ্জিং মনে হতে পারে। কিন্তু বসার ঘরে প্রবেশ করে দেয়ালে ক্রিমসন রং, অতিথির মনে নিঃসন্দেহে আলাদা অনুভূতি জাগিয়ে তুলবে।

নীল: নীল রং সব মরশুমেই মানানসই। গাঢ় নীল হোক অথবা হালকা নীল, এটি দেয়ালের সৌন্দর্য শতগুনে বাড়িয়ে তোলে এবং অনেকেই এই Colour পছন্দ করেন।

বাদামি: এই রং-টি মহিলাদের পছন্দের রং হতে পারে কারণ দেয়ালে ময়লা লাগলে সেটা বোঝা যায় না এবং এটি পরিষ্কার করাও খুব সহজ।

কমলা: এই রং অন্দরসজ্জায় দেয় ফ্রেশ লুক। নানা শেড-এ এই রং মার্কেটে সহজলভ্য এবং রং-টি এককথায় লোভনীয়।

আইভরি: শীতকালের জন্য বেস্ট Colour হল আইভরি। এটি ঘরকে উজ্জ্বল দেখাতে সাহায্য করে। বসার ঘরে এবং শোবার ঘরে এই রং ব্যবহার করতে পারেন।

সবুজ: সবুজ এমন একটা রং যেটি চোখকে আরাম দেয়। এই রঙের হালকা শেড ব্যবহার করে দেখুন, আপনার ঘর দেখতে অনেক বেশি বড়ো মনে হবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...