শিশুর ত্বক অত্যন্ত সংবেদনশীল তাই যে-কোনও প্রোডাক্ট শিশুর ত্বকের জন্য ব্যবহারযোগ্য কিনা জেনে, তবেই সেটা ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে বড়োরা যেটা নিজেদের জন্য ব্যবহার করেন সেগুলো শিশুর ত্বকে একদমই চলবে না। শিশুর কোমল ত্বকের জন্য সফ্ট, কেমিক্যাল ফ্রি এবং জেন্টল, প্রোডাক্টের প্রয়োজন। Child’s Skin Care সম্পর্কে এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এর ডার্মাটোলজিস্ট অমিত বাংগায়া-র কিছু মতামত প্রকাশিত হল।

বাচ্চার স্নানের সময় ভুলভ্রান্তি যেন না হয়

শিশুর স্নানের জল অবশ্যই ঈষদুষ্ণ গরম হওয়া উচিত। এতে শিশু যেমন সুরক্ষিত থাকবে তেমনি শিশুর ত্বকেও কোনও ক্ষতি হবে না। শিশুকে স্নান করানোর আগে তার তোয়ালে, শ্যাম্পু, শাওয়ার জেল, ময়েশ্চারাইজার, জামাকাপড়— সবকিছু রেডি রেখে তারপর তাকে স্নান করাতে বসুন। জল ১২০ ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে গরম কম হওয়া উচিত।

স্নানের সময় শিশুকে একা রাখবেন না। জলের গভীরতা শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। এছাড়াও বাথটাব-টি বড়ো ব্যবহার না করে ছোটো ব্যবহার করুন। ঠান্ডা গরম মিশিয়ে বাচ্চার স্নানের জল রেডি করুন এবং শিশুকে সেই জলে স্নান করাবার আগে নিজের কনুই জলে ডুবিয়ে জলের তাপমাত্রা পরীক্ষা করে নিন।

প্রথমে শিশুর শরীর এবং পরে মাথা ধোওয়া উচিত, যাতে মাথা দীর্ঘক্ষণ ভেজা না থাকে। ৪ থেকে ৫ মিনিটের বেশি বাচ্চাকে বাথটাবে রাখা উচিত নয় কারণ জলে বেশিক্ষণ রাখলে ত্বক রুক্ষ হয়ে উঠতে পারে এবং সংবেদনশীল ত্বক হওয়ার ফলে ত্বকে র‍্যাশ বেরোতে পারে আবার চামড়া শুকিয়ে পাপড়ির মতো উঠতেও থাকে। স্নানের সময় এই জিনিসগুলি খেয়াল রাখলে শিশুর ত্বক থাকবে মোলায়েম এবং স্বাস্থ্যোজ্জ্বল।

স্নানের পর ময়েশ্চারাইজার

অনেক মায়ের মনেই প্রশ্ন থাকে শিশুর জন্য কী ময়েশ্চারাইজার ব্যবহার করবেন? প্রথমেই মনে রাখতে হবে সুগন্ধীযুক্ত ময়েশ্চারাইজার শিশুর জন্য কখনওই ব্যবহার করবেন না। শিশুর জন্য কোনও প্রোডাক্ট কেনার আগে দেখে নেওয়া দরকার এতে যেন কোনওরকম ডাই, অ্যালকোহল, প্যারাবেন্স বা সিন্থেটিক সুগন্ধী না থাকে। কারণ সেগুলি Child’s skin-এর জন্য ক্ষতিকারক।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...