ভারতবর্ষের পর্যটনস্থলে বিশেষ কিছু স্পা সেন্টার :

অরা, দ্য পার্ক, দিল্লি : ক্লান্তি দূর করতে এবং হালকা হাতে মাসাজের আনন্দ নিতে চাইলে প্রকৃতি থেকে প্রাপ্ত সামগ্রীর দ্বারা থেরাপি করে যখন রুমের বাইরে বেরোবেন, তখন স্পা-এর অনুভূতি কোনও ফাইন আর্ট-এর থেকে কম মনে হবে না আপনার। ডিপ টিসু, সুইডিশ ট্রিটমেন্ট, ন্যাচারাল হার্বস, ফুল, দুধ, মধু, ল্যাভেন্ডার, তুলসী প্রভৃতির দ্বারা তৈরি স্ক্রাব-এর সুবিধাও এখানে পেয়ে যাবেন।

দিব্যা স্পা দ্য লীলা, কোভলম : এখানে এতটাই শান্তি অনুভূত হয় যে কিছুটা সময় পর্যন্ত তো মনেই হবে না আপনি কোনও পর্যটনস্থলে রয়েছেন। চোখের সামনে সমুদ্রের ঢেউ আর সেই ঢেউয়ের পাথরের উপর আছড়ে পড়ার মুহূর্ত, শরীরে এনে দেবে এনার্জি। দিব্যার আবার দুটি স্পা রয়েছে, একটি আয়ুর্বেদিক স্পা এবং অন্যটি হেল্থ সেন্টার। আয়ুর্বেদিক স্পা-তে ২-৬ সপ্তাহ লাগে। অভয়ঙ্গ স্নানে পুরো শরীরের মাসাজ করা হয়, শিরোধারা ট্রিটমেন্টও হয় এখানে।

ইস্তা স্পা, ইস্তা, হায়দরাবাদ : শ্রুতিমধুর সংগীত আর আয়ুর্বেদ ট্রিটমেন্ট ক্লান্তির পাশাপাশি, অবসাদও দূর করে মুহূর্তের মধ্যেই। চূর্ণ স্বেদনা, উদবর্তনা, বডি প্যাক, ফেস প্যাকের মতো উপচারে যে-ধরনের হার্বস প্রয়োগ করা হয়, সেগুলি উজ্জ্বলতা বাড়াতে ভীষণভাবে কার্যকরী।

অমাত্রা স্পা, অশোকা হোটেল, নিউ দিল্লি : বডি এবং বিউটি ট্রিটমেন্টের জন্য এর থেকে ভালো স্পা আর কোথাও পাবেন না। এটাই প্রথম এমন স্পা, যেটি প্রাচীন অ্যাস্ট্রো সায়েন্স আর আয়ুর্বেদশাস্ত্রকে একত্রিত করে স্পা-এর মাধ্যমে প্রয়োগ করা হচ্ছে। এর পরিবেশ, ডেকর, হেল্থ ফুড থেকে বিউটি এবং হেয়ার কেয়ার সমস্তই বিশেষজ্ঞের কঠোর অনুশীলনে পরীক্ষিত। অ্যাস্টোবেদার অন্তর্গত চিকিৎসীয় থেরাপি, বিভিন্ন রকমের তেল, ডায়েট চার্ট থেকে অ্যারোমা, মাসাজ সমস্ত সুবিধাই দেওয়া হয় এখানে।

ওবেরয় স্পা উদয়বিলাস, উদয়পুর : চাক্ষুস না করলে বুঝতেই পারবেন না, এখানকার গুরুত্ব। প্রকৃতির মোহময়ী রূপ। এর ঠিক পিছনেই বয়ে চলেছে পিছোলা ঝিল, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রও বলা যেতে পারে। পুরো যেন একটা অন্য পৃথিবী। ৮ ধরনের ফুলবডি মাসাজ এবং ৬ ধরনের বডিস্কার এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মিলবে এখানে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...