সবাই চায় নিজের অন্দরমহলকে একেবারে নিজের মনের মতো করে সাজাতে, আর সেটা যদি হয় Drawing room, সেক্ষেত্রে বিশেষ নজর তো দিতেই হবে। কেন-না অতিথি এলে তাকে আগে এখানেই প্রাথমিক ভাবে বসানোটাই রীতি৷তাই এই বসার ঘরের সাজসাজ্জা বেশ গুরুত্বপূর্ণ । মনের মাধুরী মিশিয়ে যাতে নান্দনিক হয়ে উঠতে পারে আপনার বসার ঘরের সীমিত পরিসর, সেই টিপস নিয়েই এলাম আমরা৷

বাড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ এই ঘরটির Interior decoration -এর সময়, বিশেষ কিছু টিপস মেনে চলুন । মনে রাখবেন বসার ঘরটা যেনো হয় দক্ষিণ পূর্ব দিকে। এতে করে শীতে যেমন পর্যাপ্ত রোদ পাবেন তেমন গরমের সময় বিকেলের পর দক্ষিণের খোলা হাওয়া এসে প্রাণ জুড়াবে আপনার।

বসার ঘর থেকে বাইরের মনোরম দৃশ্য দেখা যাবে, এমন সৌভাগ্য আজকাল হয় না ফ্ল্যাটবাড়ির বাসিন্দাদের৷তাই সবার  নজর কাড়ে,  তেমন সুন্দর কোনো রং  ঘরের দেয়ালে লাগান৷  এবং সেই দেয়ালে কিছু চমৎকার পেইন্টিংও ঝুলিয়ে দিন। আবার পেইন্টিং-এর পাশাপাশি স্মার্ট ফ্রেমযুক্ত ফ্যামিলি ফটোও রাখা যেতে পারে। দেয়ালে একটি আয়না হতে পারে সৌন্দর্য বৃদ্ধির অন্যতম কারণ। বর্তমানে আয়নায় মেটাল বসিয়ে নকশা করা হয়। তবে আয়নার ক্ষেত্রে কাঠের তৈরি নকশাগুলো সবার নজর কাড়ে।

ঘরটির আয়তন কেমন সেটা মাথায় রেখে তবেই ঘরের আসবাবপত্র নির্বাচন করা উচিত। বড়ো ঘর হলে সোফা, সেন্টারটেবিল, কর্ণার, ল্যাম্প, ঝাড়বাতি, কার্পেট দিয়ে ঘরকে সাজাতে পারেন। আর ঘর যদি মাপে ছোটো হয়, সেক্ষেত্রে ফ্ল্যাটের ছোটো ছোটো আসবাবপত্র নির্বাচন করা প্রয়োজন।  যদি বসার আর খাওয়ার ঘর একসাথে হয় তাহলে নিজের মতো করেই দুটির মাঝে একটু পার্টিশন দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে বুক শেলফ বা আলমারী ব্যবহার করতে পারেন পার্টিশন হিসেবে।মনে রাখবেন Furniture  নির্বাচনের উপর আপনার রুচির প্রতিফলন ঘটে৷

তবে আসবাবপত্র যতটা কম রাখা যায় ততই সুন্দর৷ সোফার পরিবর্তে ছোটো টুল বা জলচৌকি ব্যবহার করলে লুক-এ ভিন্নতা আসে। বেতের তৈরি নানা ডিজাইনের টুল পাওয়া যায় আজকাল। এগুলো যেমন সৌন্দর্য বর্ধন করে তেমনই এগুলো সহজে নাড়াচাড়া করে নতুন করে সাজিয়ে মাঝেমধ্যে ঘরের নতুনত্ব আনা যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...