যখনই কোনও জিনিস কেনার কথা মনে হবে সেটি একটি ফর্দ-তে আপডেট করতে থাকুন।সময়ের আগেই কি আপনার সব টাকা খরচ হয়ে যায়? এখনও পর্যন্ত যদি আপনি কোনও টাকা বাঁচাতে পারেননি? তাহলে আমাদের দেওয়া এই সাধারণ টিপসগুলি আপনার দৈনন্দিন জীবনে মেনে চলুন। দেখবেন কিছু না কিছু আপনি বাঁচাতে  পারছেন।

1) ভালো একটি প্ল্যান বানান

কি খুব আশ্চর্য হচ্ছেন তো? জেনে রাখুন শপিং করতে যাওয়ার ঠিক আগেই কখনও ডিসাইড করবেন না কী কিনবেন দোকান থেকে। বরং যখনই কিছু কেনার কথা মনে হবে একটি ফর্দ-তে সেটি আপডেট করতে থাকুন। দোকানে গিয়ে সেটি চোখে পড়লেই কিনে ফেলুন প্রয়োজন অনুযাযী।

2) কেনার কী কী আছে সেই হিসেবমতো লিস্ট বানান

যা যা কেনার আছে সেগুলি গ্রুপে ভাগ করে নিন। এতে বুঝতে পারবেন কোন দোকানে গেলে কোন জিনিস পাবেন এবং মোট কটা আলাদা আলাদা দোকানে আপনাকে যেতে হবে। এই প্ল্যানিং করা থাকলে আপনার টাকা ও সময় দুটোই বাঁচবে। যেমন মুদির দোকানের আলাদা, সবজির দোকানের আলাদা লিস্ট, এইভাবে চাহিদাটাকে গুছিয়ে নিন।

3) লিস্ট-টাকে এড়িয়ে যাবেন না

বিশেষ কারণের জন্যই আপনি লিস্ট-টা বানিয়েছেন, সুতরাং সেটাই ফলো করুন। ফর্দ অনুযাযী চললে আজেবাজে জিনিস কেনা আটকাতে পারবেন এবং অর্থেরও সাশ্রয় Save Money হবে।

4) একমাত্র প্রয়োজনীয় জিনিসই একসঙ্গে অনেকটা কিনুন

বেশিরভাগই আমরা নানা অফার্স, ফ্রি গিফট বা একটার সঙ্গে আরেকটি ফ্রি ইত্যাদি লোভনীয় প্রস্তাব দেখে, কেনার সময় প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনে ফেলি। বরং ভ্যারাইটি জিনিস কিনুন যাতে দু’দিন পরেই জিনিসটির প্রতি আপনার বিতৃষ্ণা না আসে এবং একসঙ্গে একই জিনিস একগাদা কেনার ফলে জিনিসটির অপচয়ও যেন না হয়।

5) এক সপ্তাহের প্রয়োজনের লিস্ট তৈরি করুন

রোজ কিছু না কিছু কিনতে দোকানে যাওয়ার বদলে আপনি পুরো সপ্তাহে কী কী লাগবে তার একটা লিস্ট তৈরি করুন এবং সেইমতো জিনিস কিনুন। নেক্সট কবে আবার শপিং করবেন সেটাও ঠিক করে নিন। এর ফলে বাড়িতে হঠাৎ কোনও জিনিস ফুরিয়ে যাওয়ার সমস্যায় আপনাকে পড়তে হবে না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...