চোকার লেয়ার্ড নেকলেস

চোকার লেয়ার্ড নেকলেস টিপিক্যাল চোকারের চেয়ে একটু আলাদা, একটা সেমি ইন্ডিয়ান লুক আছে এই চোকারটিতে। এটা ইন্ডিয়ান ওয়্যার অর্থাৎ শাড়ির সঙ্গেও যেমন পরা যায়, তেমনি ওয়েস্টার্ন ওয়্যার অর্থাৎ অফশোল্ডার টপ, বা টিউব ড্রেসের সঙ্গেও পরতে পারবেন।

হেড চেন

বিয়ের অনুষ্ঠানে যখন আপনি শাড়ি বা ঘাঘরা চোলি বা লহঙ্গা চোলি পরার প্ল্যান করছেন, তখন টিপিক্যাল টিকলির বদলে এই হেডচেন ট্রাই করতে পারেন।

ট্যাসেল ইয়াররিংস্

লং ট্যাসেল ইয়াররিংস এখন বেশ জনপ্রিয়। ওয়েস্টার্ন ও ইন্ডিয়ান— দুধরনের আউটফিটের সঙ্গেই এটা পরা যায়। এইরকম হেভি ইয়াররিংস তো আর রোজ পরা যায় না, তাই এগুলি বিশেষ অনুষ্ঠানের জন্যই রাখুন।

Fashion tips

হ্যান্ড হার্নেস

মানতাসার-ই অনুকরণে তৈরি হ্যান্ড হার্নেস। হাতের সৌন্দর্য বাড়াতে ব্রেসলেটের বদলে এটা ট্রাই করতে পারেন। ডিজাইনে বেশ একটু অন্যরকম এবং স্টাইলিশ এই গয়না।

লেদার কোটার্স

কনফিডেন্স বুস্ট করার জন্য হাই হিল্ড স্যান্ডাল ট্রাই করতে পারেন। আর এক্ষেত্রে আপনার পার্টি লুক-এ আলাদা মাত্রা যোগ করতে পারে লেদার কোটার্স।

কর্মা ব্যাঙ্গলস্

রেগুলার ব্যাঙ্গলস্-এর বদলে এই ইজি টু ওয়্যার কর্মা ব্যাঙ্গলস্ রাখতে পারেন আপনার হ্যান্ডব্যাগে। এটি ওয়েস্টার্ন ওয়্যার-এর সঙ্গে, যেমন থ্রিকোয়ার্টার স্লিভ ড্রেস, ফর্মাল শার্ট, টপ ও হাই ওয়েস্ট স্কার্টের সঙ্গে খুব ভালো মানায়।

ডাল সিলভার হ্যান্ডকাফ

ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গে অনবদ্য কম্বিনেশন এই ব্যাঙ্গল বা ব্রেসলেট, যা আপনাকে স্টাইলিশ লুক দেবে। খোলা- পরা সহজ বলে অনেকেই এটা পছন্দ করেন।

ক্লাসিক প্ল্যাটফর্ম

রেগুলার বা ফর্মাল জুতোর বদলে ডে- আউট, পিকনিক, প্রভৃতির জন্য বাছুন এই ক্লাসিক প্ল্যাটফর্ম ফুটওয়্যার। অত্যন্ত ফ্যাশনেবেল হওয়ার সঙ্গে সঙ্গে খুব আরামদায়ক এই জুতো।

অক্সিডাইজ রিং

এই ঋতুতে গোল্ড বা সিলভারের বদলে ফ্যাশনের তুঙ্গে অক্সিডাইজড জুয়েলারি। এই রিং-টি আপনি ইন্ডিয়ান কুর্তা বা ওয়েস্টার্ন টপ দু’ধরনের পোশাকের সঙ্গেই পরতে পারবেন। আনারকলি কিংবা ম্যাক্সি ড্রেসের সঙ্গেও মানাবে এটা।

বোহো নেকপিস

বোহো নেকপিস একধরনের ইন্ডোওয়েস্টার্ন জুয়েলারি। এটি ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন, দুধরনের পোশাকের সঙ্গে বা ফিউশন পোশাকের সঙ্গে পরা যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...