জোর কদমে শুরু হয়ে গিয়েছে উৎসবের জন্য শপিং।রাতের জন্য জমকালো পোশাক যেমন বাছতে হবে, দিনের সাজ হবে ততটাই স্নিগ্ধ। তাই কেনাকাটার শুরুতেই ভেবে রাখুন পোশাকটা কখন পরবেন। দিনে নাকি রাতে।

পুজোর সকালে অনেক মেয়েই শাড়ি পরা পছন্দ করেন।এমন কোনও বাঙালি মহিলা খুঁজে পাওয়া দুষ্কর যাঁর আলমারিতে ভালো শাড়ি নেই! নিজের কেনার অভ্যেস না থাকলেও মা-মাসি-শাশুড়ির থেকে কিছু না কিছু শাড়ি উপহার পেয়ে তুলে রেখেছেন নিশ্চয়ই?  পুজোই কিন্তু উপযুক্ত সময়, শাড়িটি বের করে পরার জন্য।

যারা মনে করেন যে পোশাক হিসেবে শাড়ি ততটা স্মার্ট নয়, তারা কিন্তু ভুল ভাবছেন। আজকাল নানাভাবে শাড়ি ড্রেপ করার রেওয়াজ চালু হয়ে গিয়েছে – তা পুজোর অনুষ্ঠানে দিব্যি মানানসই!

সাধারণভাবে শাড়ি পরার পর যদি সোনালি রঙের সরু বেল্ট বেছে নেন, সেটি দেখতে বেশ ভালো লাগে। খুব ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে সনাতন নকশার বেল্ট দারুণ দেখতে লাগে। আধুনিক প্রিন্টে জর্জেট বা শিফন শাড়ির সঙ্গে পরতে পারেন চামড়ার বেল্ট। শাড়ির কুঁচিটা সামনে না রেখে ধুতির মতো ঘুরিয়ে মহারাষ্ট্রীয়দের মতো কোমরে গুঁজে নিলেও ভালো দেখায় কিন্তু! আঁচলটা কাঁধের উপর দিয়ে নিয়ে গিয়ে গলা পেঁচিয়ে ঝুলিয়ে দিন। বলিউড তারকা মুমতাজ় যেমন পেঁচিয়ে পেঁচিয়ে শাড়ি পরতেন এক কালে, ফিরে এসেছে সেই স্টাইলও। সায়ার বদলে প্যান্টের সঙ্গেও শাড়ি পরা হচ্ছে – সেক্ষেত্রে প্যান্টটি যেন দেখা যায় সে বিষয়টা নিশ্চিত করুন।

শাড়ি পরার আরেকটি স্টাইল হল, সামনে কুঁচি দিয়ে খুব সাধারণভাবেই কাঁধের কাছে আঁচলটা গুছিয়ে নেওয়া।এটাই আলাদা করে দেবে আপনার পুরো লুকটাকে। অবশ্য অফিসে পরে যাওয়ার থাকলে ফরমালি আঁচলটা গুছিয়ে নিয়ে কাঁধের উপর পিন করে আটকে রাখলেই সবচেয়ে সুবিধে হবে।

সাদা শাড়ি, সালোয়ার কুর্তা বা লেহেঙ্গা-চোলির বাহারটা যেন উৎসবের দিনেই বেশি খোলে! আর অষ্টমির সকালে, সাদা-সোনালির কম্বিনেশন তো বরাবরই অসামান্য। সেই সঙ্গে আপনি পছন্দসই গয়না পরতে পারেন প্রাণ খুলে।তবে স্মার্ট লুকের জন্য কোনও একটা ভারী গয়না পরুন। কানের দুল জমকালো হলে আর কোনও গয়না পরার দরকার নেই। আবার যদি ভারী নেকলেস বেছে নেন, তা হলে অন্য কোনও গয়না নিষ্প্রয়োজন। সাদা-লাল বা সাদা-রুপোলির কম্বিনেশনও খুব ভালো দেখায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...