কেনাকাটা প্রায় শেষ। এবার শুধু ম্যাচিং গয়না কেনার পালা।কিন্তু কোন পোশাকের সঙ্গে কী ধরনের গয়না মানাবে, তা জানতে হলে একবার এই লেখায় আপনাকে চোখ বুলিয়ে নিতেই হবে।কলকাতার ফুটপাথ-ই হোক বা নিউমার্কেটের ব্যস্ত Junk Jewellery  বিপণি, গয়নার সম্ভার বিশাল। তার মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দেরটি। আর এটাই বিরাট একটা চ্যালেঞ্জ। এদিকে Festive Dressing-এ গয়না মাস্ট।

তাই প্রথমেই ঠিক করে নিন কবে কোন পোশাক পরবেন। সেইমতো হবে গয়নার চয়ন।ষষ্ঠীর সকালের জন্য যদি বাছেন সাদা খোলের হ্যান্ডলুম শাড়ি, তাহলে অবশ্যই বাছুন কড়ি বা সিলভার অক্সিডাইজড গয়না। সত্যি বলতে কী, সাদার সঙ্গে সোনালি আর রুপোলি এই দুটো রঙেরই দারুণ ভাব। তাই গয়নার অপশনও আপনার সামনে পরিষ্কার। আর যদি পারিবারিক পুজোয় ভারী সোনার গয়না পরার প্ল্যান থাকে, তাহলেও সাদা শাড়ি বাছতে পারেন।

সপ্তমীতে ওয়েস্টার্ন পরার প্ল্যান? ইন্দো-ওয়েস্টার্ন বা সনাতন পোশাকের সঙ্গে রুপো বা জার্মান সিলভারের গয়নার ম্যাচিং কিন্তু যাকে বলে পিকচার পারফেক্ট! যদি লম্বা ঝুলের কুর্তি বা  গরারা পরতে চান, তাহলেও  সিলভার জুয়েলারি মানাবে। হাতের গোছা-চুড়িতে লটকন এখন দারুণ ইন। আপনি চাইলে হোয়াইট মেটাল আর ব্রাস কালারের চুড়িতেও মিক্স আ্যান্ড ম্যাচ করতে পারেন। কানে ভারী ঝুমকা আর নোজ-পিন -- ব্যস আপনি রেডি।

অষ্টমীর সকালে শাড়ি, সালোয়ার কুর্তা বা লেহেঙ্গা-চোলির বাহারটা যেন বেশি খোলে! আর সাদা-সোনালির কম্বিনেশন তো বরাবরই অসামান্য। লাল, আকাশী বা নেভি ব্লু পরলেও, আপনি পছন্দসই গয়না পরতে পারেন প্রাণ খুলে। তবে এখানেও আমরা সেই বহুবার বলা নিয়মটাই আবার আওড়াতে চাই – যে কোনও একটা ভারী গয়না পরুন। কানের দুল জমকালো হলে আর কোনও গয়না পরার দরকার নেই। আবার যদি ভারী নেকলেস বেছে নেন, তা হলে অন্য কোনও গয়না নিষ্প্রয়োজন।

 

Stylish accessories

নবমীতে একটি সলিড কালারের পোশাক বেছে নিন এবং মেকআপ বা হেয়ারস্টাইলের ক্ষেত্রেও গুরুত্ব দিন মিনিমালিজমকে।এক্ষেত্রেও জমকালো রুপোর গয়না, সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আদর্শ। আপনার এই অভিনব স্টাইলিং নিঃসন্দেহে আলাদা করে চোখে পড়ার মতোই হবে! সাধারণত আমরা পোশাকের সঙ্গে তাল মিলিয়ে গয়না বেছে নিই। আপনি এই উৎসবের দিনে,করুন ঠিক এর উলটোটা। গয়নাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাকি লুকটা সাদামাঠা রাখুন।এতে দারুণ এফেক্ট তৈরি হবে।
দশমীতে সাদা-লাল বা কালো-রুপোলির কম্বিনেশনই খুব ভালো দেখায়।যাঁদের গলার কাছটা বেশ ভরাট, তাঁদের ভালো মানায় চোকার হার। গলা  লম্বা হলে নেকলেস বা হাঁসুলি বেশি মানানসই। যাঁদের গলার দৈর্ঘ্য কম, তাঁরা বেছে নিন একটু লম্বা ঝুলের অলঙ্কার।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...