Fashionable হয়ে ওঠার সঙ্গে সঙ্গে নিজের পার্সোনালিটি বুস্ট করার জন্যেও পোশাকের নির্বাচন করাটা খুব জরুরি।বিশেষ করে এই হাল্কা শীতে, দারুণ স্টাইলিশ হয়ে ওঠা যায়৷ কোলাজ বা পোশাকে সামান্য মিক্স অ্যান্ড ম্যাচ করে নিজের সৌন্দর্য-কে কয়েক গুন বাড়িয়ে নেওয়া যেতে পারে। আলাদা আলাদা রং এবং প্রিন্টস-এর মিক্স অ্যান্ড ম্যাচ করুন। Slim Fitted Pants-এর সঙ্গে ব্ল্যাক ইন্ডি টপ ম্যাচ করুন সঙ্গে এথনিক প্রিন্টের কুইল্টেড জ্যাকেট পরে হয়ে উঠুন স্টাইল দিভা।
লং ড্রেসের স্টাইলের খুব চলন হয়েছে এখন। পার্টির জন্য এই পোশাক একেবারে অ্যাপ্রোপিয়েট। স্টাইলিশ জুতো এবং ম্যাচিং জুয়েলারির সঙ্গে দারুণ মানানসই হবে Long Dress।যদি কালারফুল শর্ট ড্রেস-ই আপনার পছন্দ হয়, তাহলে তা টিম-আপ করুন হাই বুটস-এর সঙ্গে৷ Short Dress -এর সঙ্গে পরতে পারেন ব্ল্যাক বা হোয়াইট স্টকিংস-ও৷
আপনার যদি দেশীয় পোশাকই বেশি পছন্দের হয়, গোল্ড ফয়েল প্রিন্টেড আনারকলি বা কুর্তি বাছতে পারেন৷ আপনার পছন্দের শেডের কুর্তিতে যদি গোল্ড ফয়েল প্রিন্টের সঙ্গে সঙ্গে, হালকা করে শিমার টাচ্ দিয়ে নেন, তাহলে Festive mood-টা চলে আসবে। হালকা চান্দেরি কটনের মতো মেটিরিয়ালে, গোল্ড ফয়েল প্রিন্ট আপনাকে স্টাইলিশ দেখাতে সাহায্য করবে। ফেস্টিভ সিজন-কে মাথায় রেখে টার্কওয়াইজ, ডাস্ট পিংক, পেল ব্লু এবং ব্রাইট পিংক-এর মতো রং বাছতে পারেন পোশাকের জন্য।
আপনার ওয়ার্ডরোব যদি বেসিক ব্ল্যাক কালারের পোশাকে ভরে যায় তাহলে ফেস্টিভ সিজনের আনন্দ পাওয়ার থেকে বঞ্চিত থেকে যাবেন। বরং আকর্ষণীয় রং বাছুন নিজের ওয়ার্ডরোবকে কালারফুল করে তুলতে। তবে মেটালিক রং এবং লেদার মেটিরিয়াল অ্যাভয়েড করাই বাঞ্ছনীয়৷ কালো যদি আপনার প্রিয় রং হয়, তাহলে ডেনিম বা লেদার জ্যাকেট দিয়ে টিম-আপ করতে পারেন৷এবার Festive Fashion-এ হয়ে উঠুন স্টাইলিশ৷
এছাড়া এখন লেয়ার্সের অনেক বিকল্প রয়েছে। শ্রাগ্স-এর ফ্যাশন এখন সকলে খুব পছন্দ করছেন। নানা ধরনের জ্যাকেট পরার স্টাইল এখন ফ্যাশনে ইন। গুজরাতি স্টিচের বা ইক্বতের জ্যাকেট অনেকেই কিনে পরছেন সঙ্গে এথনিক কুইল্টেড জ্যাকেটের ফ্যাশনও চলছে। জ্যাকেটগুলি নানা লেংথ-এর হয়ে থাকে এবং জ্যাকেট পরলে আপনার চিক-লুকটাও বজায় থাকবে। রাতের দিকে সামান্য ঠান্ডা হাওয়ার থেকেও এই পোশাক আপনাকে সুরক্ষা প্রদান করবে।