কোনও বিশেষ ধরনের চেহারা হলে তবেই যে শাড়ি পরতে পারবেন, তেমন কোনও নিয়মে আমরা মোটেই বিশ্বাস করি না। যে কোনও পোশাক festive dress up যে কেউ পরতে পারেন, কিন্তু তা স্বচ্ছন্দে ক্যারি করতে হবে – তবেই দেখতে ভালো লাগবে। আর- পাঁচজনের থেকে প্রশংসা পাওয়াটাই জীবনের উদ্দেশ্য হতে পারে না, তবে তা নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়ায়। আর আত্মবিশ্বাস একবার বেড়ে গেলে আপনি আরও বেশি বেশি করে শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন!
তবে শাড়ি পরার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন। প্রথমত, আপনার শরীরের গড়ন অনুযায়ী শাড়ি বাছুন। লম্বা-খাটো, ভারী-পাতলা যে কোনও গড়নের মহিলাই শাড়ি পরতে পারেন। তবে যদি খুব মোটা সুতোর ভারী শাড়ি কেনেন এবং আপনার উচ্চতা খাটো হয়, তা হলে তা ক্যারি করতে অসুবিধে হবে। অনেকেই ভাবেন ভারী চেহারায় পাতলা শাড়ি পরলেই রোগা দেখাবে। কিন্তু চেহারা যাদের একটু ভারীর দিকে, তারা পাতলা শিফন পরলে মেদের স্তর স্পষ্ট বোঝা যায়।তবে তা নিয়ে আত্মবিশ্বাসের অভাব না হলে স্বচ্ছন্দে পরুন।
শাড়ির স্টাইলিং নিয়ে যে অজস্র ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব, সে কথা আমরা আগেও বলেছি। খুব সাধারণ একটা কোলাপুরি চপ্পল আর নটেড লাল শিফনকেও ক্রপ টপের সঙ্গে দিব্যি পরা যায়, শুধু যদি ক্যারি করার আত্মবিশ্বাস থাকে। এতে লুকে অন্য মাত্রা যোগ হবে আপনার সাজে। সকলে আপনার ড্রেসিং সেন্স-এর প্রশংসা না করে পারবে না।
তবে এই ধরনের পরীক্ষা করলে কিন্তু পোশাকের দিকেই আকর্ষণটা রাখতে হবে, একগাদা গয়না বা মেকআপ করে সেটা ভেস্তে দেওয়ার চেষ্টা করবেন না। সিম্পল লুক তৈরি করুন। চুলটা স্বাভাবিক থাক, যাঁদের লম্বা চুল, তাঁরা পিছনে একটা খোঁপা বেঁধে নিতে পারেন। না হলে ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো করে আঁচড়ে দিন, তা হলেই হবে। মেকআপের ক্ষেত্রে হালকা ফাউন্ডেশন লাগান, চোখে ব্যবহার করুন অল্প আইলাইনার আর প্রচুর মাসকারা। কানে ছোটো দুল, হাতে একটা ঘড়ি পরলেই সাজ সম্পূর্ণ হবে। আর নিন ম্যাচিং ব্যাগ।