আকারে বড়োসড়ো ফ্ল্যাটে থাকতে সকলেই চান, কিন্তু রিয়্যাল এস্টেটের দরদস্তুর আকাশচুম্বি হওয়ায়, অনেকেরই সেই স্বপ্ন অধরা থেকে যাচ্ছে। বড়োজোর সাড়ে সাতশো স্কোয়ার ফিট-এই কোনওরকমে পরিবার সমেত নিজেকে কুলিয়ে-আঁটিয়ে নিতে হচ্ছে।

তাই অন্দরসাজে বদল এনে অনেকেই বড়ো ফ্ল্যাটে থাকার সাধপূরণ করতে চান। সাজসরঞ্জামে সামান্য অদলবদল এনে, কীভাবে Two roomed Flat বড়ো দেখানো যায়– জেনে নিন তারই কিছু টিপস।

অপ্রয়োজনীয় জিনিস বর্জন করুন

2BHK flat হলে প্রথমেই, অপ্রয়োজনীয় জিনিস আঁকড়ে রাখার মায়া ছাড়তে হবে। নিজেই বসে অদরকারি জিনিসের একটা লিস্ট করুন। যেগুলি এক্সচেঞ্জ করে দরকারি কিছু কেনা যায়, তার ব্যবস্থা করুন। এরপর পুরোনো ফার্নিচার কেটে-ছেঁটে রিমডেলিং করুন। ধরা যাক আপনার কাছে কাঠের কাজ করা তিন পাল্লার ড্রেসিং টেবিল রয়েছে। অনায়াসে তার দুটি পাল্লা কেটে নতুন করে স্মার্ট লুক দিতে পারেন। পুরোনো চেয়ার-এর হাতল কেটে স্মার্ট আধুনিক চেয়ারের শেপ দিতে পারেন, আপনার পরিচিত কাঠের মিস্ত্রির সাহায্যে।

রং-এর নির্বাচনে বুদ্ধিমত্তা

কিছু রং থাকে যার ব্যবহারে ঘর উজ্জ্বল এবং বড়ো দেখায়। হালকা রং-ই ঘরের তিনদিকের দেয়ালের জন্য আদর্শ। বাকি থাকা একটি দেয়ালে গাঢ় রং করে, দৃষ্টিবিভ্রমের সুযোগে ঘরটিকে বৃহৎ দেখানো যায়। সাদা, ক্রিম বা আইস ব্লু রঙে ঘর স্বাভাবিক মাপের চেয়ে বড়ো দেখায়।

Innovative Space Saving

স্পেস সেভ করার জন্য একটু বুদ্ধির প্রয়োগ করুন, তাহলেই আপনি ঘরের ফাঁকা জায়গার পূর্ণ সদ্ব্যবহার করতে পারবেন। আধুনিক কোম্পানির বহু ফার্নিচার এখন পাওয়া যায় যা মাল্টি ইউজ-এর জন্য আদর্শ অথচ জায়গাও বেশি দখল করে না। ক্যাবিনেট বা স্টোরওয়েল ধরনের আসবাব দেয়ালে ফিট করুন, খাটের সঙ্গে বক্স করে নিন, এতে ঘরের জিনিসপত্র অযথা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। ঘর পরিষ্কার থাকলে আকারে বড়ো দেখাবে। আজকাল কিছু নামি ফার্নিচার ব্র্যান্ড এমন স্মার্ট ইউটিলিটি প্রোডাক্ট বাজারে এনেছে, যার ফলে ওয়াশিং মেশিন রাখার পর ওপরের জায়গাটাকেও কাজে লাগানো সম্ভব। পাওয়া যাচ্ছে ফোল্ডিং ওয়ার্ডরোব, যা অল্প পরিসরেও দিব্যি মানানসই।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...