যেকোনও অনুষ্ঠান মানেই সাজগোজের ধুমধাম আর নিজেখে সিন্রে তোলার প্রয়াাস৷গর্জিয়াস মেক-আপকে আরও গর্জিয়াস করে তুলতে, গয়নার কোনও বিকল্প নেই। আর বিয়ের অনুষ্ঠান মানেই গয়নার ব্যবহার। পোশাকের ধরন অনুযায়ী বাছাই করতে হবে Jewellery। সেই সাথে মাথায় রাখতে হবে আপনার বয়স।চলুন দেখে নেওয়া যাক বিয়ের নিমন্ত্রণে কেমন গয়না মানানসই হবে৷

কিশোরী থেকে তরুণী সবার প্রথম পছন্দ হালকা ধাঁচের ফ্যাশনেবল গয়না। আবার মধ্যবয়সীরা পছন্দ করেন একটু ভারী গয়না পরতে।  বয়স একটু বেড়ে গেলে গয়নায় আনতে হয় ছিমছাম লুক। তবে এখন ফ্যাশন ট্রেন্ড বদলেছে, বদলে গেছে গয়নার ডিজাইন আর পরার ধরন। পোশাকের সঙ্গে মিলিয়ে সবাই বেছে নিচ্ছেন পছন্দের গয়নাটি। Fashion Trend -এর বিষয়ে আপনিও ওয়াকিবহাল থাকুন৷

যদি বিয়ে বাড়িতে শাড়ি পরেন তাহলে গয়নায় থাকবে অনেক বৈচিত্র্য। জামদানি বা মসলিনের সঙ্গে মানায় মুক্তো৷  সিকুইন্স শাড়ির সাথে পরতে পারেন আমেরিকান ডায়মন্ড বা যেকোনও স্টোনের  গয়না। আবার কাতান, বেনারসী শাড়ির সাথে বেছে নিতে পারেন কুন্দন বা পাথরখচিত জড়োয়া গয়না। অন্যদিকে, লেহেঙ্গার সাথে কুন্দনের বড়ো ঝুমকা পরতে পারেন। বড়ো কানের দুল পরলে গলায় পরতে হবে সিম্পল কোনও পেন্ডেন্ট। আবার ডায়মন্ড কাটের গয়না বা কুন্দনের সেট পরলেও মানিয়ে যাবে বেশ। শেরওয়ানির সাথে পরতে হবে জাঁকজমকপুর্ণ জড়োয়া গয়না। সালোয়ার কামিজের সাথে ম্যাচিং বড়ো দুল মানিয়ে যায় বেশ।গলায় কিছু পরার দরকার হয় না৷ সোনার গয়না পরতে পারেন সব ধরনের পোশাকের সাথেই, যদি আপনার পোশাকে থাকে গোল্ডেন আভা।

সাজগোজে পূর্ণতা দেয় জুতো ও Accessories। যে-কোনও ধরনের পোশাকের সাথেই হাই হিল মানিয়ে যাবে। আর শাড়ির সাথে একটু হিল ছাড়া তো চলেই না। তবে শেরওয়ানির সাথে আপনাকে বেছে নিতে হবে পেন্সিল হিল। এছাড়াও পেশওয়ারি জুত্তির এখন রয়েছে দারুণ জনপ্রিয়তা। চাইলে তাও পরতে পারেন। আর সবশেষে ক্লাচ বা বটুয়া নিতে ভুলবেন না যেন! আপনার সাজ সম্পূর্ণ হবে সঠিক Accessories থাকলে৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...