পার্টি হোক বা বন্ধুদের সঙ্গে আউটিং, কী পরে যাবে জুন সেই নিয়ে খুব টেনশনে থাকে। ঘুরিয়ে ফিরিয়ে সেই একঘেয়ে জিন্স-টিশার্ট, জিন্স-টপস্, কুর্তি, পাতিয়ালা, সালোয়ার নয়তো স্কার্ট পরতে পরতে সে রীতিমতো ক্লান্ত। ইউনিক কিছু চাই। এখন তো সে আর ছোটোটি নেই, যে মা-বাবা যা পছন্দ করে কিনে দেবে, তাই পরবে। এখন সে ইলেভেন বলে কথা। গত কয়েকদিন ধরে কোচিং ক্লাসের একজনকে দেখলে হৃদপিণ্ডের দাপাদাপি শুরু হয়ে যায়। ওই কোচিং ক্লাস থেকেই পিকনিক যাওয়া ঠিক হয়েছে। তাই সাজগোজে সকলের থেকে একটু অন্য তাকে লাগতেই হবে। আর লাগবে না-ই বা কেন, সে যথেষ্ট ফ্যাশন কনশাস-ও বটে। তবু একটা কিন্তু কিন্তু। কী পরা যায়।
হঠাৎই সামনের বুটিকের রিয়াদির কথা মনে পড়ে জুনের। রিয়াদিই প্রথম Printed Pants-এর কথা সাজেস্ট করে। প্রিন্টেড প্যান্ট? বেশ অবাকই হয় জুন। কেমন লাগবে তাকে, এর আগে তো কোনওদিন ট্রাই করেনি। একটা দ্বিধা ছিলই। কিন্তু ক্যারি করার গুণে সেটাও সুপারহিট হল পিকনিকে। ছোট্ট একরঙা টপ আর প্রিন্টেড প্যান্টে পার্টির মধ্যমণি হয়ে উঠল জুন।
শুধু জুন নয়, আজ টিনএজারদের ওয়ার্ডরোবে ক্রমশ জায়গা করে নিচ্ছে প্রিন্টেড প্যান্ট। ভাবছেন কোনটা বাছবেন, কোনটা পরবেন? চিন্তা করবেন না। সেখানেও ডিফারেন্ট শেডের ডিফারেন্ট ডিজাইনের ভ্যারিয়েশন। শুধু আপনার চেহারা আর লুকের কথা খেয়াল রেখে সঠিক জিনিসটি বেছে নিতে পারলেই বাজিমাতা। প্রিন্টেড প্যান্টের ভ্যারিয়েশনে আপনি পেয়ে যাবেন—স্ট্রিট স্টাইল, অ্যানিম্যাল প্রিন্টস, ফ্যাশন, বুটিক, পাইথন, রেট্রো, স্পটিক্স, ফ্লোরাল প্যাটার্ন এবং স্টাইল নিউজ।
প্রিন্টেড প্যান্টের রকমফের
ফিটেড অ্যান্ড ফেমিনিন যথাযথ ফিটেড কার্ট ও কেতাদুরস্ত ডিজাইনের উপরই নির্ভর করবে আপনার ওভারঅল লুক। দিনের বেলা কোথাও যেতে হলে প্রিন্টেড প্যান্টের সঙ্গে চুজ করুন সিম্পল টপ আর রাতে শুধু টপের উপর একটা জ্যাকেট বা শ্রাগ অ্যাড করলেই আপনি অনায়াসেই হয়ে উঠতে পারেন মোহময়ী।