রোম্যান্টিক বৃষ্টিভেজা আবহাওয়া আর আপনার ময়ূরের মতো পেখমমেলা মন— এই মরশুমে এর চেয়ে সুন্দর আর কী হতে পারে! আসলে প্যাচপেচে গরমের পর, মন ও শরীরের ক্লান্তি নিবারণী এই বর্ষা, সকলের মনেই আনন্দের সঞ্চার করে। আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, আর থেকে থেকে ঝমঝম করে পড়া বৃষ্টিতে বাড়িতেই থাকুন বা অফিসে, নিজেকে ফ্যাশনেবল করে তুলতে কিন্তু কখনওই যেন ভুল না হয়। এই সময় ঠিক কী ধরনের স্টাইল স্টেটমেন্ট তৈরি করবেন— তারই কিছু জরুরি পরামর্শ নিয়ে এলাম আমরা।

ফ্যাশন ট্রেন্ড ইন মনসুন

বৃষ্টিতে সাজগোজ নষ্ট হয়ে যাবার ভয় থাকে বলে অনেকেই এই সময় ফ্যাশন করতে দ্বিধান্বিত থাকেন। আমাদের পরামর্শ হল, ভয় ঝেড়ে ফেলুন। সব মরশুমেরই কিছু নিজস্ব স্টাইলিং ফিচার থাকে। বর্ষারও আছে। ব্রাইট সলিড কালার বা ফ্লোরাল প্রিন্টস ক্যারি করার এটাই সঠিক মরশুম। আরামদায়ক স্লিভলেস টপ, মিডি ড্রেস বা ক্রপ টপ, কিংবা ক্রপ প্যান্ট— এমন নানা অপশন এই সময় ট্রাই করতে পারেন। কিমোনো কিংবা শ্রাগ ব্যবহার করতে পারেন। স্টাইলিশও লাগবে আবার ভিজে গেলে শুকোতেও সময় নেবে না।

আপনার যদি সেমি ক্যাজুয়াল লুক বেশি পছন্দ হয়, তাহলে আপনি প্রিন্টেড ব্লাউজ-এর সঙ্গে ফ্লেয়ার্ড প্যান্ট-এর স্মার্ট লুক ক্যারি করতে পারেন। কন্টেম্পোরারি এবং ট্রেন্ডি লুক-এর জন্য এথনিক হ্যান্ড প্রিন্টেড স্লিভলেস বা নুডল স্ট্র্যাপ কুর্তির সঙ্গে সিগারেট প্যান্টস পরতে পারেন। এটা অত্যন্ত আধুনিক ও অ্যামেজিং লুক দেবে।

এই মরশুমে নির্দ্বিধায় ভাইব্র্যান্ট কালার্স ও প্রিন্টস ট্রাই করুন। তবে ফ্যাব্রিক এমন বাছুন, যা ওজনে হালকা হয়, আর তাড়াতাড়ি শুকিয়েও যেতে পারে। টি-শার্ট বা শার্ট-এর সঙ্গে হট প্যান্টস কিংবা ফ্লোরাল স্যান্ডলস্-এর সঙ্গে প্রিন্টেড ড্রেস বেছে নিতে পারেন। উজ্জ্বল রঙের রেনকোট ও গামবুটস অথবা ফ্লিপফ্লপ অবশ্যই আপনার সংগ্রহে রাখুন। আপনার স্টাইলিং আর বর্ষায় ভরসা যোগাবে এগুলিই।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...