ওয়েডিং সিজন শুরু হয়ে গেছে। যারা বিয়ের কেনাকাটা করতে ব্যস্ত তাদের জন্যই এই নিবন্ধ। আজকাল কেউ কেউ আনুষ্ঠানিক বিয়ে না করে, রেজিস্ট্রি ম্যারেজ করে একটা জয়েন্ট রিসেপশন পার্টির পক্ষপাতি। কেউ কেউ আবার, সেই ট্র্যাডিশন মেনেই বিয়ে এবং একদিন পর পোশাকি বউভাত-ই পছন্দ করেন। কিন্তু কী হবে সেই বিশেষ সন্ধ্যার সাজ, সেটা নিয়ে থাকে জল্পনা তুঙ্গে।
এযুগের কনেরা চান বিয়ের সন্ধ্যার থেকে সম্পূর্ণ ভিন্ন দেখতে লাগবে, তেমন পোশাক পরতে। আর আজকাল বরের চিরাচরিত ধুতি পাঞ্জাবির বদলেও এসে গেছে নানা অপশন। বাঙালিরা তো আর এখন কেবল বাঙালিয়ানায় আটকে নেই। বরং ভারতের নানা সংস্কৃতিকে আপন করেছে তারা। তাই স্বচ্ছন্দ্যে বাঙালি কন্যাদের অঙ্গে উঠেছে লাচা বা মেখলা, আর পুরুষদের গায়ে শেরওয়ানি। রিসেপশন পার্টিতে কেমন ভাবে নিজেকে সাজাবেন, তারই কিছু সাজেশন রইল এই লেখায়।
লহঙ্গা চোলিতে প্রাদেশিক লুক
লহঙ্গা-চোলি ও দুপাট্টার সেট মিলে এক বর্ণাঢ্য সাজে নিজেকে তুলে ধরুন রিসেপশন পার্টিতে। আজকাল নিখুঁত এমব্রয়ডারি, সিকুইন্স কাজের বা জরদৌসি করা লহঙ্গার খুব কদর। শাড়ির বিকল্প হিসাবে জুড়ি নেই এই পোশাকটির।
তবে লহঙ্গা চোলি কেনার সময় অবশ্যই নিজের বডি শেপের কথা মাথায় রেখে কিনুন। যদি আপনার অ্যাপল শেপ বডি হয়, তাহলে ফুল লেয়ার্ড ঘেরদার লহঙ্গা কিনুন। এর ফলে কোমরের অংশ সরু দেখাবে। আপনার শরীরের ঈষৎ স্থূল উপরের অংশটির প্রোপোরশন আনার জন্য, ডিপ নেক বা ভি-নেক চোলি পরুন।
পিয়ার বডি শেপের জন্য এ-লাইন লহঙ্গা পারফেক্ট হবে। হেভি হিপস্ হলে এই কাট অনায়াসে সামঞ্জস্যপূর্ণ লুক দিতে সাহায্য করে। ভুলেও ফিশ কাট লহঙ্গা কিনবেন না, পিয়ার বডি শেপ হলে– এতে ব্যাক পোর্শন অতি পৃথুল দেখাবে। আর আপনার বডি স্ট্যাট যদি ৩৪-৩২-৩৬ হয় তাহলে যে-কোনও লহঙ্গাই আপনাকে মানাবে। এক্ষেত্রে ফ্ল্যাট টামি ফিশটেইল লহঙ্গার সঙ্গে শর্ট লেংথ চোলি নির্বাচন করুন।