ভারতীয় ফ্যাশনে গত কয়েকবছরে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। বিশেষত পোশাক-আশাকের ব্যাপারে। আর এই পরিবর্তনের হাত ধরে চলতি ফ্যাশনে ঢুকে পড়েছে স্টোল, শর্ট স্কার্ফ। স্টোলের সঙ্গে লেহেঙ্গা চোলি দারুণ ভাবে ফ্যাশনে ইন। শুধু ওয়েস্টার্ন কেন ইন্ডিয়ান পোশাকেও ভীষণ মানানসই।

শীতের সময় হালকা উষ্ণতার পরশ পেতে এখন আর শুধু স্টোলের ব্যবহার হয় না। স্টাইল স্টেটমেন্ট হিসাবে যে-কোনও মরশুমেই ভীষণ ভাবে ট্রেন্ডি। ঝাঁ চকচকে মল থেকে রোডসাইড হকার— হাত বাড়ালেই এদের কাছে পেয়ে যাবেন পছন্দের নানান ধরনের স্কার্ফ আর স্টোল।

স্কার্ফ-এর দিকে ঝোঁক বাড়ছে বর্তমান টিনএজারদের। দোপাট্টার আলনায় স্কার্ফ সামলানো অনেক সহজ। স্কার্ফের ব্যবহারে আউটফিটে একটা ওয়েস্টার্ন লুকও চলে আসে। হালকা রঙের চুড়িদার কিংবা গুলোয়ারের সঙ্গে কালারফুল স্টোল চড়িয়ে নিন— অনেক বেশি স্মার্ট গাইলিশ দেখাবে। জিন্‌স-টপ, কুর্তির সঙ্গে এই আউটফিট যে একেবারে আদর্শ সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সব আউটফিটেই মানানসই : ভারতীয় পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন আউটফিটে সমান ভাবে মানানসই। ডিজাইনার স্টোল, ট্র্যাডিশনাল এবং ওয়েস্টার্ন- দুটির সঙ্গেই দারুণ যায়। আভিজাত্য আনতে জরির কাজ করা পশমিনা স্টোল কিংবা এমব্রয়ডারি করা পুরোদস্তুর কাশ্মীরি স্টোল চাহিদার শীর্ষে। এছাড়াও রয়েছে উলের বা সিল্কের প্রিন্টেড স্টোল। পরেরবার তাই সালোয়ার কামিজ পরুন একটু অন্যভাবে। কন্ট্রাস্ট কালারের স্টোল এক কাধে ফেলে রাখুন। অনেক বেশি ইয়াং লাগবে।

ফর্মাল কর্পোরেট পোশাকে অস্বাচ্ছন্দ্য বোধ করলে স্টোল তো রয়েইছে। ম্যাচিং করে কিংবা কন্ট্রাস্ট করে যথাযথ স্টোল চাপিয়ে নিন। ফুলস্লিভ অফ হোয়াইট টপ, ডেনিম জিনসের সঙ্গে জর্জেটের প্রিন্টেড স্কার্ফ ট্রাই করে দেখতে পারেন। জ্যাকেটের সঙ্গেও স্কার্ফ বেশ মানানসই। এক্ষেত্রে স্টোল ক্রিস-ক্রস করে পেঁচিয়ে সামনের দিক খোলা রাখুন অথবা কাধের অংশে পরিপাটি করে ভাঁজ করে নিতে পারেন। পিন-আপ এমন ভাবে করবেন যাতে বাইরে থেকে দেখা না যায়।

আত্মবিশ্বাস জোগায় : স্টোল ও স্কার্ফ এখন প্রত্যেক মেয়ের ওয়ার্ডরোবের গুরুত্বপূর্ণ সম্পদ। মহিলাদের সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। বর্তমান ফ্যাশন-দুনিয়ার পার্টও বটে। চিরাচরিত দোপাট্টার পরিবর্ত হিসাবে ক্রমশ নিজের জায়গা করে নিচ্ছে স্টোল। ফ্যাশন ডিজাইনাররা নিত্যনতুন ডিজাইনের স্টোল, স্কার্ফের দিকে বাড়তি নজর দিচ্ছেন বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে। ওয়ার্ডরোবে কুর্তি হোক বা সালোয়ার কিংবা শার্ট— স্টোল সবকিছুর সঙ্গেই দারুণ ভাবে ইন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...