অতিমারির প্রভাব কাটিয়ে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আবার স্বাভাবিক লয়ে ফিরছে। গত দু'তিন বছর সেভাবে বিদেশে পড়তে যাওয়া প্রায় বন্ধ হতে বসেছিল। যে-অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদেশে হায়ার স্টাডিজ করাবার জন্য আগ্রহী, তাঁরা এই প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিতে পারেন। তবে বিদেশের মাটিতে সন্তানের শিক্ষা গ্রহণের অভিপ্রায় যদি থেকে থাকে— প্রস্তুতি নেওয়ার আগে কয়েকটি বিষয়ে খেয়াল রাখা একান্ত কাম্য।
পুরো রিসার্চ দরকার
বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, চাহিদা, টিউশন ফি— সব একে অপরের থেকে আলাদা হয়। আপনার সন্তান কোন দেশে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহী সেটা আগে জানতে হবে। প্রতিটা দেশেই পড়াশোনার খরচ, ভর্তির নিয়ম ইত্যাদিতে বিস্তর পার্থক্য থাকে। কোন দেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থী সেটা স্থির হলে, কোন বিষয় এবং আর্থিক সামর্থ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় চয়ন করা প্রয়োজন।
সাধারণত Foreign Education-এর জন্য প্রস্তুতি পর্ব শুরু করা উচিত অন্তত এক বছর আগে থেকে। বেশিরভাগ দেশে সেপ্টেম্বরে ভর্তির সেশন শুরু হয়। যে-বিষয় নিয়ে শিক্ষার্থী পড়তে চায়, বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী সেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া দরকার। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ, আবেদন— এগুলি বছর থাকতেই শুরু করতে হবে।
বিস্তারিত সবকিছু তথ্য জোগাড় করতে গুগল-এর উপর পুরো ভরসা করা উচিত হবে না। ভালো হয় আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের পুরোনো বিদ্যার্থীর সঙ্গে সম্ভব হলে যোগাযোগ করে, সব কিছু ভালো করে জেনে নেওয়া। বিদেশে কারেন্সি এক্সচেঞ্জ করার নিয়ম আগে থেকে ভালো করে জেনে রাখা বাঞ্ছনীয়। বিশ্ববিদ্যালয়ে খাওয়াদাওয়ার কী সুবিধা রয়েছে, যে দেশে সন্তানকে পাঠাচ্ছেন সেখানকার আবহাওয়া কেমন— এই সব তথ্যও জোগাড় রাখা দরকার। অনেক সময় বিশেষ কোনও আবহাওয়ায় সন্তানের কোনওরকম শারীরিক সমস্যা থাকতে পারে। তাই আগে থাকতে সবকিছু জেনে নেওয়া একান্ত দরকার।
পেপার ওয়ার্ক
পাসপোর্ট-এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সাবধানে রাখা উচিত যাতে Foreign Education-এর জন্য ছাড়পত্র দেওয়া আছে। সেই দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য জরুরি প্রুফ প্রথম থেকেই জেনে রাখুন এবং সেটাও যত্ন করে কাগজপত্রের সঙ্গে রাখা বাঞ্ছনীয়। হেল্থ ইনশিয়োরেন্স সংক্রান্ত কাগজপত্রও সঙ্গে রাখা দরকার। বিদেশে যদি তার ভ্যালিডিটি না থাকে তাহলে সেটাকে কীভাবে আপডেট করা যাবে, সেই তথ্যও জোগাড় করা জরুরি। এটিএম কার্ড ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন-এর জন্য আগে থেকেই অ্যাপ্লাই করতে হবে।