রিসেপশনের গয়না: রিসেপশনের দিন জমকালো পোশাক, ভারী গয়না এড়িয়ে যেতে চান নববধূরা। আমন্ত্রিতদের সঙ্গে আলাপ-পরিচয় বাড়ি থেকে আগত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের মধ্যে সহজে মেলামেশা করার সময় সাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে হালকা গয়না, পোশাক পারফেক্ট। শাড়ির বদলে মেখলা বা লেহঙ্গাও পরতে পছন্দ করেন অনেকেই। সেই পোশাকের সঙ্গে হালকা ডায়মন্ড নেকলেস, ইয়াররিং, ব্রেসলেট, পাথর বসানো চুড়ি, সঙ্গে একজোড়া কঙ্কন— ব্যস আর কী চাই। সকলের নজর থাকবে কনের দিকেই।
ফুলসজ্জার গয়না: নব বরবধূ এদিন দাম্পত্যের রঙে রঙিন হয়ে ওঠেন। ভালোবাসার নতুন মাত্রা খুঁজে পান তারা। আর এই শুভ মাহেন্দ্রক্ষণকে আরও মধুর করতে এই সময় পরস্পর পরস্পরকে কিছু উপহার দিয়ে থাকেন। এক্ষেত্রে রিং একদম পারফেক্ট। তবে যাদের আগেই এনগেজমেন্ট সেরেমনি হয়ে গেছে, তারা উপহার হিসাবে সবসময়ে পরার জন্য পেনডেন্ট-সহ একটা গোল্ড চেনও দিতে পারেন।
গয়না-সাজের বিশেষ টিপ্স
- বিয়ের অলংকার হিসেবে কানের গয়নাটি সব সময় গলার হারের সঙ্গে সামঞ্জস্য রেখেই পরা উচিৎ।
- বিয়ের সময় যেহেতু সব গয়নাই খুব জমকালো হয়, সেক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে বেগ পেতে হয়। তাই নীচের টিপসগুলি অনুসরণ করুন।
- যদি গলার হারটি হয় লম্বা রানিহার, এবং গলার কাছটি একটু খালি খালি থাকে সেক্ষেত্রে কানের গয়নাটি খুবই জমকালো পরুন। পুরো কানজুড়েই পরতে পারেন।
- আবার যদি গলায় শুধুমাত্র একটি চোকার বা গুলবন্ধ বা প্রিন্সেস নেকলেস পরেন, তাহলে কানে একটি জমকালো লম্বা চাঁদবালি বা ঝুমকা পরুন।
- আপনার গলার অলংকার যদি খুব বেশি জমকালো হয়, যেমন ধরুন একই সঙ্গে আপনি, চোকার, গলবন্ধ আর রানিহার পরছেন তাহলে কানে একটি বড়ো কানপাশার সঙ্গে ছোটো ঝুমকো জাতীয় দুল পরুন, বেশি লম্বা বা ঝোলানো কিছু না পরাই ভালো।
- আবার যদি আপনার সাজের ক্ষেত্রে মাথার দিকটা খালি থাকে যেখানে কানের পাশ থেকে পিছন দিকে চুলের খোঁপা দেখা যাবে, সেক্ষেত্রে কানের সঙ্গে জমকালো টানা লাগানো দুল পরুন।