সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছে৷ আগেকার দিনের মতো বাক্স প্যাঁটরা, হোল্ড অল গুছিয়ে, একান্নবর্তী পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার সেই সব দিন আর নেই৷ পরিবার ছোটো হতে হতে এখন কেউ কেউ সিঙ্গল লিভিং-এও বিশ্বাসী হয়ে উঠেছেন৷ফলে একা একা বেড়াতে যাওয়া বা solo travel এখন আর শুনে আশ্চর্য হওয়ার মতো বিষয় নয়৷
কিন্তু একা ভ্রমণ করার সময় প্রতিটি ব্যক্তির কিছু না কিছুতে ভয় থাকেই। সোলো ট্রাভেলে শুধু মহিলাদেরই নয়, পুরুষদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভয় আগে ঝেড়ে ফেলুন৷ তারপর একলা ভ্রমণের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, সে বিষয়ে সচেতন হোন। যদি সুরক্ষিতভাবে ও নির্ভীকভাবে ভ্রমণ করতে চান, তাহলে এই সহজ টিপ্সগুলি মেনে চলুন।
- যোগাযোগ বিচ্ছিন্ন হবেন না৷ প্রযুক্তিকে কাজে লাগানো এক্ষেত্রে ভীষণ জরুরি৷ ফোনে অবশ্যই বাড়ির সঙ্গে যোগাযোগ রাখবেন৷ একা ভ্রমণের সময় খেয়াল রাখবেন ফোনে যেন সবসময় চার্জ থাকে। ফোনের মাধ্যেমে ভিডিয়ো করা,ছবি তোলা হলে দ্রুত চার্জ শেষ হতে পারে৷ তাই নিজের কাছে একটি পাওয়ার ব্যাংক অবশ্যই রাখুন।
- যে-শহরে যাচ্ছেন সেখানে কোনও পরিচিত বন্ধু বা আত্মীয় থাকলে জানিয়ে রাখুন তাকেও যে, আপনি যাচ্ছেন সেখানে৷ হোটেল প্রভৃতি বুক করার আগে ভালো করে রিভিউ পড়ে নিন৷ যে-হোটেলে আছেন, সেই পরিবেশ আদৌও নিরাপদ কিনা তা যাচাই করুন।
- একা ভ্রমণ করার সময় নিজের মালপত্র টাকা পয়সা জরুরি ডকুমেন্ট-এর বিষয়ে অতিরিক্ত সচেতন থাকুন৷ জিনিসপত্রের ব্যাপারেও যেমন সবসময় সতর্ক থাকা উচিত, তেমনি বিবেচক ও আত্মবিশ্বাসী হওয়া দরকার। জীবনের ঝুঁকি আছে এমন অ্যাডভেঞ্চারে জড়াবেন না৷ এছাড়া পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া ব্যক্তিগত গাড়ি বুক করে ভ্রমণ করলে, গুগল ম্যাপে নজর রাখুন।
- একা যখন ঘুরবেন খুব বেশি টাকা হাতব্যাগে রাখবেন না৷ প্লাসটিক মানিতে ট্রানজাকশন সারুন৷ যেগুলো ইন্টারনেট-এ বুক করা সম্ভব. তা আগে থেকেই বুক করে দাম মিটিয়ে দিন৷
- অনেকেরই গোছানোর সময় খেয়াল থাকে না ব্যাগের ওজন কত হচ্ছে। এটা একদমই করবেন না। কতদিনের tour? কোথায় কোথায় যাবেন? এই বিষয়গুলি মাথায় রেখে যতটা কম সম্ভব লাগেজ নিন। যাতে আপনি সহজেই তা বইতে পারেন।
- একা গেলে লোকজন বুঝে মেলামেশা করবেন। কার মনে কী থাকে বলা তো যায় না! যতটা পারবেন নিজের মতো থাকবেন।
- কখনও মনে নেগেটিভ চিন্তাভাবনাকে স্থান দেবেন না৷ মুখে চোখে যেন কোনও ভয় বা আতঙ্কের ছাপ না থাকে, সে বিষয়ে সচেতন হবেন৷ বুদ্ধি করে নিজের মতো করে ঘুরে বেড়ান, আর যেকোনও পরিস্থিতিতে পজিটিভ থাকুন ও উপভোগ করুন। আর চোখে-মুখে আত্মবিশ্বাস রাখবেন।