পরিবারের আর্থিক সুরক্ষার জন্য Insurance Plan হল সবথেকে ভালো বিকল্প। ইনশিয়োর করা ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারকে নিশ্চিত অর্থরাশি পাইয়ে দেওয়ার এটি একটি সুরক্ষিত অর্থনৈতিক মাধ্যম।

পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য ইনশিয়োরেন্স প্ল্যান হল সবথেকে ভালো বিকল্প। ইনশিয়োর করা ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারকে নিশ্চিত অর্থরাশি পাইয়ে দেওয়ার জন্য এটি একটি সুরক্ষিত অর্থনৈতিক মাধ্যম। এই প্ল্যানগুলির অ্যানুয়াল প্রিমিয়াম রেট অনেকটাই কম হয়। কিন্তু এটা ভেবে দেখার বিষয়, কখনও যদি সময়ের মধ্যে প্রিমিয়াম জমা দিতে কেউ ভুলে যায় বা কোনও কারণে দেওয়া হয়ে না ওঠে তাহলে পলিসিটার কী হবে? এর ফলে কি আপনার পলিসি বন্ধ হয়ে যাবে? এগুলিরই উত্তর আমরা জেনে নিই এক্সপার্ট-এর কাছ থেকে।

বিশেষজ্ঞের মতামত

ফাইন্যানশিয়াল প্ল্যানার্সরা মনে করেন Insurance Policy ল্যাপস হওয়ার স্থিতি উৎপন্ন হলে, যদি সুদ সমেত প্রিমিয়ামের টাকা জমা দেওয়া যায় তাহলে পলিশি রিভাইভ করানো সম্ভব। যদি টাকা দেওয়া না হয় এবং এটি একটি ট্র‌্যাডিশনাল পলিশি হয়ে থাকে তাহলে ল্যাপস-এর সময় শেষ হতেই সেটি পেড আপ পলিসি হয়ে যায়। পেড আপ পলিসি-তে সাম অ্যাসিওর্ড কম হয়ে যায়। এটি আপনার এবং প্রিমিয়াম কতটা দিয়েছেন তার উপর নির্ভর করে। সেই সঙ্গে পলিসি ম্যাচিওর হবার পরেই অ্যাসিওর্ড সাম আপনি হাতে পাবেন।

ল্যাপস পলিসি রিভাইভ কীভাবে করবেন?

ইনসিওরেন্স-এর প্রিমিয়াম কোনও কারণবশত দেওয়া না হয়ে উঠলে, পলিসিটি গ্রেস পিরিয়ড স্টেট-এ ট্রান্সফার করে দেওয়া হয়। ইনশিওরার ৬ মাস এবং ১ বছর পর্যন্ত প্রিমিয়ামের জন্য ৩০দিন এবং মান্থলি পেমেন্ট-এর জন্য ১৫ দিনের গ্রেস পিরিয়ড দিয়ে থাকে। আলাদা আলাদা কোম্পানিতে গ্রেস পিরিয়ড-এর সময়কাল আলাদা আলাদা হয়। এই সময়ের মধ্যে পলিসি হোল্ডার প্রিমিয়াম জমা করে পলিসিটিকে আবার অ্যাক্টিভ করাতে পারে। পলিসির গ্রেস পিরিয়ড শেষ হলে তবেই সেটি ল্যাপস বলে ধরে নেওয়া হয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...