বর্ষা-র প্রকৃতি বড়ো খামখেয়ালী। এই বৃষ্টি তো এই রোদ। তাই কখনও অনুভূত হয় অতিরিক্ত ঠাণ্ডা, আবার কখনও ভ্যাপসা গরম। তবে বর্ষাকালে যা তীব্র হয়ে ওঠে, তা হল-স্যাঁতস্যাঁতে ভাব। সবকিছুর উপর যেন একটা জলীয় আস্তরন পড়ে যায়। আর ঠিক এই কারণে বর্ষাকালে অনেক মূল্যবান জিনিসের রক্ষণাবেক্ষণ খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে। বিশেষকরে হিরের গয়না-র বাড়তি যত্ন নিতে হয় বর্ষাকালে। কারণ,   বর্ষাকালে ভ্যাপসা গরমে অনেক সময় শরীরে ঘামের মাত্রা বেড়ে যায়। তাই বর্ষাকালে হিরের গয়না ব্যবহার করলে,  সেই ব্যবহৃৎ গয়নার সঠিক যত্ন না নিলে, গয়নার দীপ্তি এবং সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। অতএব, বর্ষাকালে অস্বস্তি কাটাতে শরীরের যেমন বাড়তি যত্ন নেবেন, ঠিক তেমনই আপনার ব্যবহৃৎ দামি  রত্নালংকারের যত্ন নেওয়াও আবশ্যক।

মাথায় রাখতে হবে, হিরে এক মূল্যবান রত্ন, তাই হিরের অলংকারের যত্ন নিতে হবে বিশেষ ভাবে।  শুধু তাই নয়, বর্ষাকালে ভ্যাপসা গরমের হাত থেকে ত্বককে বাঁচানোর জন্য যে-সব কেমিক্যাল (প্রসাধন) ব্যবহার করেন অনেকে, তারও কিছু কু-প্রভাব পড়ে ব্যবহৃৎ হিরের গয়নার  উপর।  তাই, হিরের সৌন্দর্য এবং মান বজায় রাখার পদ্ধতি জেনে রাখা জরুরি। এই বিষয়ে তুলে ধরা হচ্ছে  ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মণ্ডস’-এর  বিশেষজ্ঞদের পরামর্শ।

রাসায়নিক থেকে  আপনার হিরেকে রক্ষা করুন। লোশন এবং স্প্রে সরাসরি যেন হিরের গয়নায় না লাগে। কারণ, এই সমস্ত কেমিক্যাল হিরে এবং হিরের গয়নার ক্ষতি করতে পারে। মনে রাখবেন, হিরে যদি কোনও কেমিক্যালের সংস্পর্শে আসে, তাহলে শুধু সৌন্দর্যই নষ্ট নয়, হিরের ক্ষয়ও হতে পারে। অতএব, এই মূল্যবান রত্নের সৌন্দর্য এবং গুণমান বজায় রাখার চেষ্টা করুন। বর্ষাকালে ত্বক বাঁচানোর জন্য কোনও লোশন ব্যবহার করার আগে হিরের গয়না খুলে রাখুন এবং কেমিক্যাল ব্যবহার করার একটু পরে আবার পরুন। এরফলে মূল্যবান হিরেকে কেমিক্যাল-এর ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...
পড়ার জন্য সীমাহীন গল্প-নিবন্ধসাবস্ক্রাইব