বাচ্চাকে সামলাতে গিয়ে পরিশ্রম বেড়ে যায় মায়েদের। সন্তান লালন-পালনের জন্য দীর্ঘ সময় পেরিয়ে আসতে গিয়ে অনেক মা-ই সমাজ এবং সময়ের অগ্রগতির সঙ্গে নিজেদের ঠিক করে খাপ খাইয়ে নেওয়া থেকে পিছিয়ে পড়েন। সন্তানই তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে তখন। অথচ এই সন্তান যখন জীবনে প্রতিষ্ঠা লাভ করে, তখন মায়ের জন্য সময় থমকে দাঁড়িয়ে যায়। আধুনিকতার আঁচ থেকে নিজেকে সরিয়ে রাখার ফলে, নতুন নতুন আবিষ্কারের কথা একপ্রকার অজানাই থেকে যায় মায়ের জীবনে। তাই সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানো উচিত। এর জন্য ব্যক্তিত্বেও বদল আনতে হবে। কারণ ব্যক্তিত্ব সামগ্রিক ভাবে এমনই একটি বিষয়, যা সবার নজর কাড়বে এবং আপনাকেও খুশি রাখবে।
মায়ের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার পাশাপাশি, মানুষ হিসেবেও আপনাকে আকর্ষণীয় হয়ে উঠতে হবে। আপনার চারপাশের মানুষজন যত বেশি করে আপনার প্রতি আকৃষ্ট হবে, তত সহজে আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এবং সফল মা হয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রেই হোক কিংবা সংসারে, নিজেকে সবার কাছে প্রেজেন্টেবল করে তুলতে হবে। তাই নিজেকে প্রফেশনালি দক্ষ করে তোলাও যেমন জরুরি, ঠিক ততটাই জরুরি নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ভিতর এবং বাইরে উভয় ক্ষেত্রেই নিজেকে সমৃদ্ধ করে তুলতে হবে।
আপনার শিক্ষা, রুচি, আচার-ব্যবহার, কথা বলার স্টাইল, শব্দচয়ন—— সব মিলিয়েই কিন্তু আপনি এবং আপনার থেকেই সবকিছু শিখবে আপনার সন্তান। তাই প্রথমে খুঁজে বের করুন, কোন কোন বিষয়ে আপনার ত্রুটি রয়েছে। একবার এটা চিহ্নিত করতে পারলেই, ব্যক্তিত্ব বদলে ফেলে সবার নজর কাড়তে সুবিধে হবে।
লুক-এর প্রতি নজর
মডার্ন ড্রেস ও হেয়ারস্টাইল নিয়ে অনেক মায়ের মধ্যে একটা দ্বিধা কাজ করে। কে কী বলবে, কী ভাববে? সবার আগে এই ভাবনারই বদল দরকার। প্রয়োজন আত্মবিশ্বাস। দ্বিধা, হীনমন্যতা দূর করে নতুন লুকে নিজেকে আপ টু ডেট করে নিন। হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিদ এলেন ল্যাঙ্গারের রিসার্চ এক্ষেত্রে উল্লেখযোগ্য। তিনি ২৭ থেকে ৮৩ বছর বয়সি ৪৭ জন মায়ের উপর রিসার্চ চালিয়েছিলেন। মুখের গঠন অনুযায়ী প্রত্যেককে হেয়ার কাট ও কালার টাচ দেন। সঙ্গে মানানসই মডার্ন পোশাক। দেখা যায়, যেসব মায়েরা নিজেদের ইয়ং লুক-এর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন, তাদের অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। বয়সটাও একধাপে অনেকটা কমে গেছে।