বাচ্চাদের দুষ্টুমি কিংবা নিজের অসতর্কতা প্রভৃতির কারণে, ব্যবহৃত জামাকাপড়ে অনেকসময় দাগছোপ লেগে যায়। আর এই দাগছোপ কখনও আবার এতটাই জোরালো থাকে যে, সহজে উঠতে চায় না। কিন্তু দাগ তেল, কালি, রং, চা-কফি যা কিছুরই হোক না কেন, পদ্ধতি বা কৌশল জানা থাকলে দাগ তুলতে অসুবিধা হবে না। তাই, জেনে রাখুন দাগ তোলার কয়েকটি পদ্ধতি বা কৌশল।
চা-কফির দাগ : একেবারে ধবধবে সাদা জামাকাপড়েও যদি চা-কফি পড়ে যায়, তাহলে তখনই ট্যালকম পাউডার ছড়িয়ে দিন দাগ পড়া জায়গায়। এভাবে দুঘন্টা রাখার পর ভালো সাবান দিয়ে ধুয়ে দিন, দাগ গায়ে হবে।
তেলের দাগ : হঠাৎ যদি কাপড়ে তেল পড়ে যায়, তাহলে টিসুপেপার চেপে ধরুন ওই জায়গায়। এরপর ওই তেল পড়া জায়গায় শ্যাম্পু লাগিয়ে পনেরো মিনিট রেখে জল দিয়ে ধুয়ে দিন।
চকোলেট-এর দাগ : চকোলেট লাগলে তখনই ধোবেন না। শুকোতে দিন। শুকিয়ে গেলে নখ দিয়ে কিংবা চামচ দিয়ে ঝেড়ে ফেলুন চকোলেট। এরপর ডিশওয়াশিং লিকুইডের সঙ্গে ভিনিগার মিশিয়ে দাগ পড়া জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ বাদে জল দিয়ে ধুয়ে দিন।
কালি এবং রং-এর দাগ : কেরোসিন তেল অথবা লবণ দিয়ে দাগের জায়গাটা ঘষে নিন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো ভাবে ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন।
রক্তের দাগ : রক্তের দাগ লাগার সঙ্গে সঙ্গে ভিনিগার দিয়ে দাগ লাগা জায়গাটা ধুয়ে ফেলুন। এরপর শ্যাম্পুর সঙ্গে সামান্য নুন মিশিয়ে জল দিয়ে ভালো ভাবে ধুয়ে নিন।
সস এবং অন্যান্য দাগ : যদি টম্যাটো সস, চিলি সস, হলুদ প্রভৃতির দাগ লেগে যায় জামাকাপড়ে, তাহলে সঙ্গে সঙ্গে এক চামচ লেবুর রস ঢেলে দিন দাগের উপর। পাঁচ মিনিট বাদে সাবান দিয়ে কেচে নিন ভালো ভাবে।