বর্তমানে স্পা একটি হ্যাপেনিং বিউটি থেরাপি। রিলাক্সেশন ছাড়াও নিজেদের সৌন্দর্য ধরে রাখতে বা ফিরিয়ে আনতে এটি সত্যিই অনবদ্য। তাই আজ মানুষ শুধুমাত্র নিজেদের শহরেই নয়, পর্যটনের সময়ও হাতে কিছুটা সময় রাখছেন এই থেরাপির জন্য। এমনকী কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারও ওষুধের পরিবর্তে মাসাজ সাজেস্ট করছেন। সেই কারণেই আজ সর্বত্র গড়ে উঠেছে স্পা-সেন্টারগুলি। শুধু তাই নয়, Spa Tourism-এর গ্রহণযোগ্যতাও বেড়েছে অনেক। সে কথা মাথায় রেখেই স্পা-সেন্টারগুলির ইন্টিরিয়র এমন ভাবে সাজানো হচ্ছে যে, সেখানে ঢুকলেই মনে হবে প্রকৃতির কোলে এসে পড়েছেন জীবন যুদ্ধে ক্লান্ত পর্যটক।

হালকা মিউজিক, মৃদু আলো, ফুলের সুগন্ধ, সুন্দর ডেকর, শান্ত পরিবেশ আর হার্বাল তেল দিয়ে মাসাজ— শরীরকে একদম হালকা করে দেবে। আর স্টিম বাথ আপনার ক্লান্তি ও অবসাদ দূর করতে সাহায্য করবে। ব্যস্ত জীবনশৈলী থেকে একটু সময় বার করে চলে যান সেইসব পর্যটন কেন্দ্রে, স্পা যার অপরিহার্য অঙ্গ। মানসিক এবং শারীরিক ক্লান্তির পাশাপাশি মনের অস্থিরতাও অনেক কমে যাবে। তরতাজা অনুভব করবেন।

আজ বিউটি স্যালন, স্পা-স্যালন-এ পরিবর্তিত হওয়ার এটাই বোধহয় মূল কারণ। যার কারণেই আজ স্পা ট্রিটমেন্ট ধনী আর ফাইভস্টার হোটেলেই সীমাবদ্ধ নেই। চলে এসেছে সাধারণ মানুষের অধিকারেও।

স্পা-শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে। যার অর্থ জলের মাধ্যমে উপশম। বহু যুগ আগেই রাজা মহারাজারা তাদের মহলে সুগন্ধিত ফুল, জড়িবুটি দিয়ে স্পা বাথ নিতেন। আজ সব বয়সের মহিলারাই তাদের স্বাস্থ্য এবং সৌন্দর্যের ব্যাপারে যথেষ্ট কনশাস। সেই কারণেই তারা বেছে নিচ্ছেন প্রাচীন এই পন্থা স্পা-বিউটি থেরাপিকে। অবশ্য পুরুষরাও ব্যতিক্রম নন।

ডেস্টিনেশন স্পা এনার্জি বাড়ানোর পাশাপাশি মাইন্ড তথা বড়ি ফিটনেসের জন্যও আদর্শ। শুধু তাই নয় হেলদি ফুড এবং পূর্ণ রিলাক্সেশন-এর বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয় এতে। পর্যটকের সুবিধা এবং আরামের কথা মাথায় রেখেই তৈরি হয় রিসর্ট স্পা। সাধারণত বিজনেসের জন্য আসা পর্যটকরাই এই স্পা-র সুবিধা নিয়ে থাকেন। ডে-স্পাতে ডে বাই ডে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। যার মধ্যে রয়েছে ম্যানিকিওর, পেডিকিওর, ফেশিয়াল এবং বড়ি মাসাজ। হেল্‌থ্ স্পা-তে মূলত স্বাস্থ্যের শুশ্রূষা করা হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে চলে এই স্পা ট্রিটমেন্ট।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...