ফ্যাশনের জন্য সময়-কাল যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এর রূপ-রঙও গুরুত্বপূর্ণ। বাংলায় ঋতু পরিবর্তন হয় বছরে ছ'বার। আর এই ছয় ঋতুতে আলাদা ধরনের পোশাক বাজারে আসছে দীর্ঘদিন ধরে। মানুষের দেখে শেখা কিংবা ফ্যাশনে নিজেই সচেতন হওয়া, যে কারণই হোক না কেন; বৈচিত্র্যময় ঋতুতে বৈচিত্র্যের ছোঁয়া পোশাকেও য়ে শুরু হয়েছে, তা আজ অস্বীকার করার জো নেই। বর্ষাকালে অফিসে একইসঙ্গে প্রফেশনাল ও আরামদায়ক দেখানোটা একটু কঠিন হয়ে পড়ে। তবে বিশেষজ্ঞদের এই পরামর্শ মেনে চললে বর্ষাতেও Stylish দেখাতে পারবেন। বর্ষার কথা মাথায় রেখে এমনই কিছু প্রয়োজনীয় টিপস এখানে রইল:

 উজ্জ্বল রং ব্যবহার করুন:

বর্ষাকালে নীল, লাল ও কমলা রঙের পোশাক পরলে বর্ষার আবহাওয়াতেও অপরের দৃষ্টি সহজেই আকর্ষণ করতে পারবেন এবং মন থেকেও গ্লুমিনেস চলে গিয়ে মন প্রফুল্ল বোধ হবে। এই ঋতুতে সাদা পোশাক পরবেন না। বৃষ্টিতে ভিজে গেলে, সাদা পোশাক ট্রান্সপারেন্ট হয়ে পড়ে এবং সঙ্গে সহজে তাদের উপর জল, নোংরার দাগও পড়ে যায়।

 প্যান্ট এবং স্কার্ট:

লম্বা প্যান্ট পরবেন না কারণ এগুলি দ্রুত নোংরা হয়ে যায়। আপনি চাইলে এগুলো কে আপনার সুবিধা ও পরিবেশ অনুযায়ী নিচ থেকে গুটিয়ে নিতে পারেন। স্মার্ট ফর্মাল স্কার্ট এই মরশুমের জন্য দুর্দান্ত।

 কোট এবং জ্যাকেট:

বৃষ্টির কোট (Rain Coat) বা জ্যাকেটের সাথে আপনি Western পোশাক পরতে পারেন।

  ভারতীয় পোশাক:

আপনি যদি বর্ষাকালে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পছন্দ করেন তবে সালোয়ার এবং পাতিয়ালার পরিবর্তে ছোটো কুর্তি সহ লেগিংস বা চুড়িদার ব্যবহার করে দেখুন। এই মরশুমে, বড়ো দোপাট্টাগুলি স্কার্ফ বা স্টোল দিয়ে রিপ্লেস করুন। বৃষ্টিতে এমন প্রিন্ট ও রঙের পোশাক পরবেন না, যা ভিজে গেলে রং ছেড়ে দেয়।

  জুতো স্লিপার:

এই ঋতুতে চামড়ার জুতো বা স্যান্ডেল পরবেন না কারণ এগুলি দ্রুত ভিজে যায় এবং শুকোতে অনেক সময় নেয়। জেলি জুতো, হিলবিহীন স্লিপার এবং জুতো এবং অন্যান্য শক্ত, স্যানডাক, রাবারের জুতো পরুন। বর্ষায় একের বেশি জুতো অবশ্যই সঙ্গে রাখুন। কখন রাস্তায় আপনার জুতো ভিজে গিয়ে ছিঁড়ে যেতেই পারে যে কোনও সময়৷ বর্ষায় প্লাস্টিক বা নন লেদার মেটিরিয়ালের জুতো পরুন। বর্ষা স্পেশাল বিভিন্ন স্টাইলের প্লাস্টিকের জুতো পেয়ে যাবেন ফুট থেকে ব্যান্ডেড শু-স্টোরে৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...