পেনডেইন্ট লাইট, স্কনসেজ রিসেসড লাইট, ঝাড়বাতি, ফ্লোর এবং টেবিল ল্যাম্প শুধু গৃহসজ্জাতেই নয়, জীবনেও এনে দেয় আলোর রোশনাই। নতুন নতুন সাজে, স্টাইলের হেরফের করে চিরাচরিত এই আলোই রূপ পরিবর্তন করে গৃহকোণ সাজিয়ে তোলে। আর আলোর খেলা বদলে দিতে পারে ঘরের লুক, সৌন্দর্য‌, পরিবেশ এবং সর্বোপরি আমাদের মুড।

ফ্যাব্রিক লাইটস : ল্যাম্পের শেডগুলি সাধারণত ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়। নানা রঙে, ডিজাইনে এবং কাচের নানা আকারের বল ব্যবহার করে ফ্যাব্রিকের উপর শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়। এই ফ্যাশন কখনও পুরোনো হয় না এবং ল্যাম্পের আলোতে ঘরে লাইটেরও কোনও অভাব থাকে না।

গ্লাস সিলিং লাইট : আন্তর্জাতিক ডিজাইনে সমৃদ্ধ এই লাইটস কাচের সিলিং-এ লাগানো হয়ে থাকে। এখন এই লাইটের ফ্যাশন চলছে।

পেনডেইন্ট লাইটস : সুন্দর, আকর্ষণীয় পেনডেন্ট লাইট, ঘরেতে দেয় রাজকীয় সৌন্দর্য। ঘর যে-কোনও ভাবেই ডিজাইন করা থাকুক না কেন, পেনডেন্ট লাইট সবকিছুর সঙ্গেই মানানসই লাগে দেখতে। ডিজাইনার গ্লাস পেনডেন্ট-এ আধুনিক ডিজাইন এবং আকর্ষণীয় রঙের সুন্দর মেলবন্ধন দেখতে পাওয়া যায়। সাধারণ লিভিং রুম-এর সৌন্দর্য‌ এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাড়াবার জন্য সেখানে পেনডেন্ট লাইট লাগানো হয়ে থাকে। উঁচু সিলিং-এর জন্য এই লাইট উপযুক্ত।

বেডসাইড লাইটিং : বেডরুম-এর জন্য উপযুক্ত এবং মানানসই লাইটিং-এর খুব দরকার, যাতে বেডরুম-এর পরিবেশ আরামদায়ক হয়ে উঠতে পারে।

স্কনসেজ : সিলিং-এর বদলে দেয়ালে এই লাইট লাগানো হয়ে থাকে। এর শেডস বা গ্লাস, আলোর উজ্জ্বলতা কমিয়ে আলো হালকা করতে সাহায্য করে। ডিনারের পর সকলে একত্রিত হয়ে যেখানে বসে গল্পগুজব করে, সেখানকার জন্য এই আলো আদর্শ।

টেবিল ল্যাম্প : টেবিল ল্যাম্পের আলো ঘরের ইন্টিরিয়রের সৌন্দর্য‌ কয়েকগুন বাড়িয়ে তোলে। টেবিল ল্যাম্পের স্মিত আলো ঘরের মধ্যে আলোছায়াময় স্বপ্নলোক সৃষ্টি করে। এছাড়া বেডরুমে এই আলো রাখলে প্রয়োজনে শয্যাসঙ্গীকে বিরক্ত না করেও এর আলোয় দরকারি কাজ সেরে নিতে পারবেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...