নেল আর্টের মাধ্যমে নিজের নখ-কে আপনি যে-কোনও রং, থিম, প্রকৃতি অথবা মুড-এর বিভিন্ন দৃশ্যে সাজিয়ে তুলতে পারেন। চাইলে ডার্ক অথবা হালকা রং-ও বেছে নিতে পারেন। নেল আর্ট-এর আগে নখ পরিষ্কার করা, নখের শেপ এবং কন্ডিশনিং-এর খেয়াল রাখা, একান্ত জরুরি। নখ-কে প্রথমে খাবার সোডা এবং লেবুর রস মিশ্রিত ঈষদুষ্ণ জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর নরম কাপড় দিয়ে নখ শুকনো করে মুছে নিন। ফাইলার-এর সাহায্যে নখ-কে মনের মতো শেপ দিন যেমন গোলাকৃতি, ডিম্বাকৃতি অথবা চৗকো।

এবার নখ-কে সুরক্ষিত রাখতে নখে প্রাইমার লাগানোর পর বেস কোট লাগান। এর ফলে নখের রং হলুদ হবে না। বেস কোট-এর প্রথম পরত শুকিয়ে যাওয়ার পর, দ্বিতীয় কোট অ্যাপ্লাই করুন। পুরোটা শুকিয়ে গেলে অন্য ম্যাচিং নেল কালার দিয়ে ইচ্ছেমতন ডিজাইন আঁকুন। বাড়িতে সরু ব্রাশের সাহায্যে ডিজাইন আঁকতে পারেন আবার বাজারে নেল আর্টের জন্য নানা ধরনের টুল্স পাওয়া যায়, যেগুলি ব্যবহার করে নেল পেইন্ট করা খুবই সহজ।

কয়েকটি ট্রেন্ডি নেল আর্ট

বনজারা নেল আর্টঃ কালো নেলপলিশের উপর পছন্দ অনুযায়ী নানা আকারের স্টাড্‌স লাগিয়ে বানজারা নেল আর্ট নিজেই বানিয়ে নিতে পারবেন। কালো রঙের ম্যাট নেলপলিশ-এর একটা কোট লাগান এবং সেটা শুকিয়ে যেতে দিন। পরের পরতটি গাঢ় করে লাগান। নেলপেইন্ট শুকিয়ে যাওয়ার আগেই একটি চিমটের সাহায্যে স্টাড্‌স এক একটা করে তুলে নখের পেইন্টের উপর বসান এবং ডিজাইন ফুটিয়ে তুলুন। নেল পেইন্ট-এর উপর স্টাড্‌স পুরোপুরি সেট হয়ে গেলে, দীর্ঘ সময় পর্যন্ত নেল আর্ট টিকিয়ে রাখার জন্য নখের উপর ট্রান্সলুসেন্ট কোট লাগিয়ে নিন। মিড নাইট ব্লু আর গ্রে নেল এন্যামেল-এর উপরেও এই ধরনের প্যাটার্ন বানানো যেতে পারে।

স্মাইলি নেল আর্টঃ লেটেস্ট ট্রেন্ড-এ স্মাইলি নেল আর্ট ডিজাইন এখন ইন। আজকাল সমস্ত মেসেজের সঙ্গে স্মাইলি পাঠানো সকলের একটা অভ্যাস হয়ে গেছে। নখেও যদি সুন্দর একটা স্মাইলি বানানো যায় তাহলেও সকলের দৃষ্টি নখের প্রতি আকর্ষিত হবেই। এই ডিজাইনে সবগুলো নখেই আলাদা আলাদা রকম স্মাইলি বানানো হয়। কালো এবং হলুদ রং ছাড়াও এই ডিজাইনে সাদা, লাল এবং গোলাপি রং-ও ব্যবহার করা হয়। এর ফলে ডিজাইন আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...