অনলাইন কেনাকাটার সূত্রপাত হওয়ার ফলে, কিছুটা হলেও ভিড় কমেছে দোকানে। এখন আর শুধু উৎসবের আগে কেনাকাটার হিড়িক পড়ে না, অনলাইন-এ প্রায় সারা বছর ধরেই চলতে থাকে কেনাকাটা। বাজারের থেকে কিছুটা হলেও কম দামে কেনাকাটার সুযোগ পাওয়া যায় অনলাইন-এ।

উৎসবে যেহেতু সবরকম খরচা অনেকটাই বেড়ে যায়, তাই খানিকটা সাশ্রয় করতে অনলাইন বাই-এর সুযোগ নেন অনেকেই। মোবাইলের ইন্টারনেট অন্ করে নির্দিষ্ট ব্র্যান্ড-এর জিনিসপত্রের ছবি এবং বিবরণ দেখে নিয়ে কেনাকাটা করা যায় এই মাধ্যমে। অনলাইন কেনাকাটায় দাম অনেকটা কম পড়ে কারণ, এক্ষেত্রে দোকান চালানোর খরচ নেই, শুধু ক্যুরিয়ারে জিনিসটি ক্রেতার ঠিকানায় পৌঁছে দিতে পারলেই কাজ শেষ। এক্ষেত্রে আগাম পেমেন্টও করা যায়। জামাকাপড়, জুতো, গয়না, প্রসাধন সামগ্রী, ব্যাগ, মোবাইল ফোন, কম্পিউটার, টিভি, ফ্রিজ প্রভৃতি প্রায় সবকিছুই অনলাইন-এ বিক্রি করছে বিভিন্ন সংস্থা। কিন্তু এত কিছুর মধ্যেও, অনলাইন কেনাকাটার সুবিধে-অসুবিধে নিয়ে বিতর্ক রয়েছে। অনেক সময় কেউ-কেউ নানা সমস্যায়ও পড়ছেন। প্রতারণারও শিকার হয়েছেন অনেকে।

ঠকে যাওয়ার সম্ভাবনা

কম দামে ব্র্যান্ডেড জিনিস পাওয়ার লোভে ক্রেতারা বেশি ঝুঁকছেন অনলাইন-এ কেনাকাটার দিকে। কিন্তু যে-সব জিনিস অনলাইনে কিনছেন ক্রেতারা, সত্যিই কি সেসব আসল ব্র্যান্ড-এর, নাকি বেশিরভাগই নকল?

চকচকে, আকর্ষণীয়, কম দাম এবং নামকরা ব্র্যান্ড-এর ট্যাগ দেখে ক্রেতারা অর্ডার করছেন অনলাইন-এ কিন্তু জিনিস ব্যবহারের কিছুদিনের মধ্যেই ভুল ভাঙছে ক্রেতাদের। নকল জিনিস যেমন সহজেই নষ্ট হয়ে যায়, নামি ব্র্যান্ড-এর ট্যাগ থাকলেও অনেক ক্ষেত্রে সেই খারাপ অভিজ্ঞতা অর্জন করেন ক্রেতারা। শুধু নকল কিংবা খারাপ জিনিস-ই নয়, অনেক সময় প্যাকেট-এর মধ্যে ইট, কাঠ, পাথর ভরেও পাঠিয়ে দেওয়া হয়। অবশ্য এসব, জনপ্রিয় ই-কমার্স সংস্থাগুলি করে না। বড়ো সংস্থার নামে যারা প্রতারণার জাল বিছিয়ে রেখেছে ইন্টারনেট-এ, তারাই ঠকায় ক্রেতাদের। এক্ষেত্রে সংস্থার নামের বানানে সামান্য হেরফের করে ওয়েবসাইট খুলে রাখে প্রতারকরা। ক্রেতারা সে-সব নিখুঁত ভাবে না দেখে অর্ডার করে দেন কম দামে জিনিস কেনার লোভে। প্রি-পেমেন্ট না করে কেউ যদি পোস্ট পেমেন্টও করেন, তা হলেও ঠকে যাওয়া থেকে রেহাই পাওয়া সম্ভব হয় না। কারণ, আপনি ডেলিভারি নেওয়ার সময় জিনিসের মূল্য না চুকিয়ে জিনিস হাতে পাবেন না এবং প্যাকেট খুলতে পারবেন না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...