শাড়ির সঙ্গে জ্যাকেটের ফ্যাশন এখন ভীষণ ভাবে ইন। তাই শাড়ি পরলেই যে আপনি আউটডেটেড, তা একদমই ভাববেন না। শাড়ির আবেদন চিরন্তন, ফ্যাশনে সবসময়ই ট্রেন্ডিং। শুধু স্টাইলাইজেশনের গুণে শাড়ি হয়ে উঠতে পারে আপনার ফ্যাশন স্টেটমেন্ট।

সুতির শাড়ির ফ্যাশন এখন শীর্ষে। সরু জরি পাড় একরঙা শাড়ির সঙ্গে পরুন একই রঙের লম্বা ঝুলওয়ালা শ্রাগ বা জ্যাকেট। দারুণ স্টাইলিশ দেখাবে। আপনি চাইলে সিল্কের প্রিন্টেড শাড়ির সঙ্গে পরতে পারেন আপনার পছন্দের খাদি সিল্কের শার্ট। সুতির শাড়ির সঙ্গে সুতির টপও অনায়াসে পরা যায়।

হ্যান্ডলুমের শাড়ি গত দুবছর ধরে খুবই ফ্যাশনেবল হয়ে উঠেছে। শীতে এই শাড়ির সঙ্গে পরতে পারেন ফ্লোরাল প্রিন্টেড সুতির জ্যাকেট। কলমকারি কাজ বা কাথিয়াওয়াড়ি কাজের জ্যাকেটেও বেশ ট্র‌্যাডিশনাল লুক আসবে।

আর আপনি যদি আপাদমস্তক ফ্যাশন আইকন হয়ে উঠতে চান তবে আপনার পরিধানের ক্রেপ বা লিনেন শাড়ির সঙ্গে, দুর্দান্ত পেয়ারিং করতে পারেন ডেনিম জ্যাকেট-এর। ডেনিমের ওভারসাইজড শার্ট-ও বিকল্প হতে পারে, শাড়ির উপরে ক্যাজুয়ালি পরার জন্য। পছন্দ আপনার। ক্যারি করুন কনফিডেন্টলি।

এমন শীত পোশাক বাছুন যা সহজেই ব্যাগে নিয়ে যাওয়া সম্ভব। স্টোল ব্যবহার করলে দোপাট্টার মতো করে নিতে পারেন দিনে। রাতে সেটাই চাদরের মতো করে জড়িয়ে নেবেন। চেরা উল, সুতি, বেছে নিন পছন্দ মতো। টুকটাক অনুষ্ঠান আবার শুরু হয়েছে। সে রকম কোথাও যাওয়ার থাকলে কাঁথা, গুজরাটি বা কাশ্মীরী কাজ করা স্টোল বেছে নিতে পারেন।

বেশি শীতে কিন্তু সোয়েটারের মতো আরামদায়ক আর কিছু নেই। এখন একটু ওভারসাইজড মোটা উলের সোয়াটার ফ্যাশনে 'ইন'। সেরকম কিছু বেছে নিতে পারেন বেশি শীতের জন্য। শালের আবেদন কিন্তু চিরন্তন। আর শাল বললে পশমিনার কথাই সবার আগে মনে আসে। কিন্তু আসল পশমিনা কেনা মুখের কথা নয়। বেছে নিতে পারেন পশমিনার মতো কোনও ফ্যাব্রিক।

শাড়ির সঙ্গে হাইনেক, ফুলস্লিভড ব্লাউজ বা সুতির জ্যাকেট ঠান্ডাও যেমন আটকাবে, তেমনি দেখতেও বেশ সুন্দর লাগবে।  জ্যাকেট পছন্দ করলে, অল্প শীতের জন্য কিন্তু সুতি বা ডেনিমের জ্যাকেটই ভালো। একটু ইন্ডো-ওয়েস্টার্ন স্টাইল পছন্দ হলে এমব্রয়ডারি করা বা কাচ বসানো জ্যাকেটও বাছতে পারেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...