এবার নতুনত্বের ছোঁয়া আপনার ইন্টিরিয়র ডিজাইন-এও নিয়ে আসুন। বদলে ফেলুন পর্দা থেকে কুশন কভার। কীভাবে ঘরে কয়েকটা বদল আনলে ঝলমলিয়ে উঠবে আপনার ঘর, এখানে তারই টিপ্স দেওয়া হল।
পর্দা
- পর্দা যতটা সম্ভব সিলিংয়ের থেকে স্বল্প দূরত্বে রাখুন
- ইচ্ছে করলে ব্লাইন্ড এবং পর্দা দুই-ই লাগাতে পারেন
- জানলা বড়ো হলেও ক্ষতি নেই। বেশি কুঁচিওয়ালা পর্দা ঝোলান
- পর্দা বাছার সময় এমন রং-ই বাছুন যা আপনার ঘরের রঙের সঙ্গে মানানসই হবে
- আসবাবের সঙ্গেও যেন পর্দার একটা সামঞ্জস্য থাকে। বস্তুত একটা ঘরে চারটি জিনিসের ব্যাপারে খেয়াল রাখুন। মেঝে, সিলিং, দেয়াল ও আসবাব। এর মধ্যে যে-কোনও একটাকে বেছে নিন হাইলাইট করার জন্য। বাকিগুলো শুধু সাপোর্টিং রোল প্লে করবে
- ঘরে কাঠ-কে গুরুত্ব দেবেন না ব্লাইন্ডস-কে, সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে– কতটা প্রাইভেসি চান, সেটার ওপর ভিত্তি করে
- পর্দার দৈর্ঘ্য নির্ভর করছে আপনার পছন্দের ওপর। কেউ ফ্লোর লেংথ পছন্দ করে, কেউ মেঝে থেকে অনেক উপরে
- বেডরুম-এর জন্য ব্ল্যাক আউট ব্লাইন্ডস্-ই ভালো
- পর্দার রড আন্তত ১ ইঞ্চি মোটা হওয়া উচিত
- পর্দার কুঁচি অন্ততপক্ষে জানলার মাপের দ্বিগুন হওয়া বাঞ্ছনীয়
- কিচেন রাগ্স
- আপনার কিচেন-এর লুক বদলানোর জন্য কিচেন রাগ্স-এর জুড়ি নেই।
- এই রাগ্স ব্যবহার করলে পায়ের নীচে ঠান্ডা অনুভূতিটাও থাকবে না এবং কিচেনের সৌন্দর্যও বাড়বে।
- কিচেনের দেয়ালে ডেকোরেশন করার কোনও অপশন না থাকলে, এই রাগ্স ব্যবহার করলে কিচেনের
- লুক-এ একটা চেঞ্জ আসবে
- কিচেন ওয়াল হালকা রঙের হলে কালারফুল রাগ বাছুন
- আপনার অ্যান্টিক রাগ্স পছন্দ হলে হ্যান্ডলুম-এর উলেন রাগ্স ব্যবহার করুন। এই ভিনটেজ প্যাটার্ন আপনার কিচেন-কে একটা ডিজাইনার ক্যারেক্টার দেবে।
- রেক্ট্যাঙ্গুলার (আয়তাকার) শেপ-এর কিচেন রাগ্স-এর বদলে গোল বা ডিম্বাকৃতি রাগ্সও ব্যবহার করতে পারেন
আয়না
- আয়না শুধু মুখ দেখার জন্যই ব্যবহার হয় না, ঘরের ডেকর বদলানোর জন্যও এটা গুরুত্বপূর্ণ। ঘরকে স্পেসাস দেখাতেও সাহায্য করে আয়না। আয়না ব্যবহার করে ঘরের ডেকর-এ আলাদা মাত্রা যোগ করতে পারেন।
- গোল্ডেন বিট লাগানো আয়না একটা এথনিক টাচ নিয়ে আসে আপনার ইন্টিরিয়র লুক্স-এ। এটা ক্যাবিনেটের উপরের দেয়ালে লাগান। ক্যাবিনেটের উপর কিছু ডেকোরেটিভ পিস বা অ্যান্টিক্স রাখুন। লুকটাই বদলে যাবে ঘরের।
- বেডরুম-এ রাখার জন্য অবশ্য একটা চৌকো আয়নাই ভালো। আপনি চাইলে লিভিং ও ডাইনিং এরিয়ার মাঝখানে সেপারেটর হিসাবে একটা বড়ো আয়না লাগাতে পারেন। এতে ঘরটা বড়ো দেখাবে।
- অনেকে দরজার পেছনে আয়না লাগাচ্ছেন আজকাল। এই কনসেপ্টটা অবশ্য বেডরুমের জন্যই উপযুক্ত।
- বড়ো লিভিং রুম হলে ফ্লোর টু সিলিং মিরর লাগাতে পারেন। এটা বেশ একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে।
- বাথরুমে একটু অ্যান্টিক লুক আয়না লাগাতে পারেন, বাথরুম ক্যাবিনেট বা বাথরুম ফিটিংস-এর উপরের দেয়ালে। এতে বাথরুম-এ বেশ একটা আভিজাত্য আসবে।
आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें
সাবস্ক্রিপশন-এর সঙ্গে পাবেন
700-র বেশি অডিয়ো স্টোরিজ
6000-এর বেশি মনছোঁয়া গল্প
গৃহশোভা ম্যাগাজিন-এর সমস্ত নতুন ফিচার
5000-এর বেশি লাইফস্টাইল টিপস
2000-এর বেশি বিউটি টিপস
2000-এর বেশি টেস্টি ফুড রেসিপি
আরো গল্প পড়তে ক্লিক করুন...
গৃহশোভা থেকে এবং