গর্ভধারণ যখন করতে পারছেন, তার মানে আপনি বন্ধ্যাত্বর শিকার নন। অবশ্যই আপনি মাতৃত্ব অর্জন করতে পারবেন। অনেক কারণে গর্ভপাত হতে পারে যেমন— বংশগত সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, সংক্রমণ, ভ্রুণ নির্মাণে বিকৃতি এবং ইমিউনোলজিকাল এবং পরিবশের কারণে। সুতরাং সঠিক কারণ পরীক্ষা করিয়ে এবং জীবনশৈলী শোধরানোর সঙ্গে অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি মাতৃত্বের স্বাদ পেতে পারেন।

  • আমার ফ্যামিলিতে সময়ের আগে মেনোপজ হওয়ার সমস্যা রয়েছে। আমার দিদা, মা সকলেরই ৪০ বছর বয়সের আগেই মেনোপজ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমি কেরিয়ার গঠনে ব্যস্ত সুতরাং এখনই ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছি না। আমার কী করা উচিত?

আর্লি মেনোপজের ক্ষেত্রে বংশানুক্রমে চলে আসা এই সমস্যা যথেষ্ট গরুত্বপূর্ণ। মেনোপজ হওয়ার পর স্বাভাবিক গর্ভধারণ সম্ভব নয়। এই ক্ষেত্রে আপনি অ্যাসিসটেড রিপ্রোডাক্টিভ টেকনিক (এআরটি)-এর সাহায্য নিতে পারেন অথবা নিজের ডিম্বাণু আগে থেকে ফ্রিজ করিয়ে রেখে দিতে পারেন, যা আইভিএফ চলাকালীন ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ডোনার এগ ব্যবহার করেও আইভিএফ করাতে পারেন।

  • আমি ৩ মাসের গর্ভবতী। সি সেকশন ডেলিভারিতে আমার খুব ভয়। অন্য কোনও উপায় আছে কি, যেটা প্রয়োগ করে সি সেকশন ডেলিভারির আশঙ্কা কম করা যেতে পারে?

মাতৃত্ব সব মায়ের কাছেই একটা সুখের অনুভূতি। কিন্তু প্রসবের সময় যত এগিয়ে আসতে থাকে, স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগে নর্মাল ডেলিভারি হবে, নাকি সিজারিয়ান? এমনিতে প্রথম থেকে কিছুই বলা যায় না কিন্তু কতকগুলো ব্যাপার আছে যেগুলোর খেয়াল রাখলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বিশেষ ভাবে খাওয়া-দাওয়ার খেয়াল রাখুন, পর্যাপ্ত পরিমাণে জল খান, অবসাদ দূরে রাখুন, মেডিটেশন করুন এবং সঠিক ডাক্তার নির্বাচন করুন। নিয়মিত এক্সারসাইজ করুন। উপযুক্ত ব্যায়াম করলে আপনার শরীর নর্মাল ডেলিভারির কষ্ট সহ্য করার জন্য তৈরি থাকবে। তবে ডাক্তারের পরামর্শ মতোই এক্সারসাইজ করা বাঞ্ছনীয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...