যে মানুষটিকে আমি ভালোবাসি সে পুরোপুরি আমাকেই ভালোবাসে কিনা নিশ্চিত হতে পারছি না৷। এর মূল কারণ হল, ওর অনেক বান্ধবী রয়েছে। বিশেষত ও যেখানে কাজ করে সেখানে এবং সোশ্যাল মিডিয়ায়।ও তাদের সাথে একান্তে দেখা করে বলেও খবর পেয়েছি৷Flirting ওর স্বভাবসিদ্ধ৷
আমার Flirtatious Boyfriend -এর দিক থেকে সম্পর্কে থাকার আশ্বাস, ভরসা কোনওটাই ঠিক পাচ্ছি না। সম্পর্কের ভিত হল বিশ্বাস। আর সেখানেই যদি গলদ থাকে তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই সমস্যার। কারণ সম্পর্কে সকলেই সুখে থাকতে চান। আমিও চাই৷ আর সেখানে দু’জনের সমানভাবে কমিটেড থাকা প্রয়োজন। অহেতুক নিরাপত্তাহীনতা কাম্য নয়।
আমি জানি আমার প্রেমিক ওই বান্ধবীদের সঙ্গে সারাদিন ফোনে কথা বলে। চলে হোয়াটস অ্যাপে চ্যাট। অনেক সময় অফিস ট্রিপ বলে প্রায়ই নানা জায়গায় যায়৷। এই আচরণ আমায় খুবই বিড়াম্বনায় ফেলে দেয়। আমি ওর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করেছি। কিন্তু ও এড়িয়ে যায়। আমি কিছু বললেই বলে এ নাকি আমার অমূলক সন্দেহ৷
আমি ওর বন্ধুদের সঙ্গে কথা বললেই ও খুব রেগে যায়। এছাড়া আমার খুব খারাপ লাগে যে ওর ফোনের পাসওয়ার্ড আমি জানি না। ও যদি আমায় বিশ্বাস করত, তবে কি এমনটা করতে পারত ! ওকে বিয়ে করব ভেবেই সম্পর্কে এগিয়েছিলাম৷ এখন আমি দ্বিধায়৷ কী করব বলে দিন৷
প্রেমে পড়া ভালো, তবে পছন্দের মানুষটিকে অবশ্যই যাচাই করে নেওয়া প্রয়োজন। বিশ্বাস থাকলে তবেই সম্পর্ক টিকবে। সব ভালো হলে শেষটা ভালোই হবে।
আপনি বলেছেন যে বয়ফ্রেন্ডের একাধিক বান্ধবী রয়েছে। আপনি এটাও বলেছেন যে উনি সেই বান্ধবীদের সঙ্গে চ্যাট করেন, এমনকী ঘুরে বেড়ান। আপনি ওকে বিয়ে করবেন কিনা এই নিয়ে দ্বিধায় আছেন৷ সেক্ষেত্রে আপনার সবার প্রথমে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলা উচিত। আপনার বলা উচিত যে তার এই ব্যবহারের জন্য তাকে বিশ্বাস করা যাচ্ছে না।