প্রঃ কিছুদিন পরেই আমার বিয়ে৷ এই বিষয়টি নিয়ে আনন্দও যেমন হচ্ছে, টেনশনও হচ্ছে খুব৷ কারণ বিয়ে মানে তো শুধু আমি আর আমার বর নয়৷ আস্ত একটি পরিবারের সঙ্গে মানিয়ে চলা৷ পারব তো সুখী হতে, এই চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে৷বিবাহিত জীবনে সুখী হওয়ার উপায় কী?

উঃ বিয়ে মানে আনন্দ, ভয়, টেনশন, উত্তেজনা মিলেমিশে একাকার। আবার এটিই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়৷বিয়ের আগে যে-কোনও রোমান্টিক সম্পর্ককে ঘিরে থাকে সীমাহীন ভালোবাসা ও উত্তেজনার গভীর আবেগ। সঙ্গীর ভুলগুলোও খুব মিষ্টি লাগে, সেই ভুলগুলো সারাজীবন মাথায় তুলে রাখার প্রতিশ্রুতিও থাকে।

কিন্তু বিয়ের পর তার ছন্দপতন ঘটে। বিবাহিত জীবন মানে অনেক বোঝাপড়া এবং বিস্তারিত হিসাব।বিবাহিত জীবনকে সুখী করে তোলার উদ্ধেশ্যেই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই৷ তবে এই সুখ কথাটাকে সবাই ধরে রাখতে পারে না। কিন্তু চেষ্টা করলেই সেই সুখ ফিরিয়ে আনতে পারা সম্ভব। বিবাহিত জীবন সুখী করার জন্য যা যা করণীয় সেগুলি হলো:

  • স্ত্রীয়ের সাথে স্বামীর ব্যাবহার হবে বন্ধুত্বসুলভ। একই আত্মার দুটি সত্তাসুলভ। ঘরের বাইরে স্বামী যে-কাজই করুক না কেন, স্ত্রীয়ের সাথে যদি বন্ধুর মতো মনের কথা প্রাণ খুলে না বলতে পারে এবং স্ত্রীর যদি মনে হয় যে তার স্বামী তাকে ভালো ভাবে নিজের কথা বলে না, তার থেকে কিছু গোপন রাখছে—তাহলে তা দাম্পত্য-সুখের পথে অন্তরায় হতে পারে৷ পরস্পরকে বেস্ট ফ্রেন্ড ভেবে জীবন অতিবাহিত করতে হবে।
  • প্রত্যেক স্ত্রী চান তার স্বামী যে-কাজেই থাকুন না কেন, যখন প্রয়োজন হবে তখন যেন সময় দেন।একই ভাবনা বা চাহিদা কিন্তু স্বামীরও থাকে স্ত্রীয়ের থেকে। তাই পরস্পরকে সময় দিতে হবে৷
  • মেয়েদের গিফট খুব পছন্দের আর সেটা যদি প্রিয় মানুষটির কাছ থেকে আসে তবে তো কথাই নেই।একটা শাড়ি, একটা গোলাপ বা পারফিউম অথবা গলার একটা স্টাইলিশ নেকপিস পেলেও মেয়েরা খুশি হয়৷ তবে একতরফা পেলেই চলবে না৷ স্বামীকেও মাঝেমাঝে টুকিটাকি উপহার দিন৷ এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ গিফট হিসেবে ধরা দেবে উভয়ের কাছে।
  • মন থেকে ভালোবাসুন পরস্পরকে, দেখবেন সুখে সংসার ভরে উঠেছে।স্বামীর পরিবারকে আপন করে নিন৷ তাহলে মনে হবে না নিজের বাড়ি ছেড়ে এসেছেন৷ একই ভাবে স্বামীও যেন আপনার বাড়িতে গেলে একই রকম সমাদর পায় সেদিকে খেয়াল রাখুন৷
  • সংসার করতে হলে খুঁটিনাটি ঝগড়া হবে, সেই সময় আপনি যত কম কথা বলবেন ততই ভালো। পরে স্বামীর মাথা ঠান্ডা হলে ভালো ভাবে বোঝাবেন।

অ্যাডজাস্ট বা কম্প্রোমাইজ করা হল, সুখী হওয়ার আর একটা পন্থা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শারিরীক তৃপ্তি। বিবাহের পর স্ত্রী ও স্বামী দুজনেই তাদের জীবন শুরু করে কিছু ভালোবাসা আর কিছু আশা নিয়ে। বিবাহিত জীবনে সুখী হতে হলে অবশ্যই এগুলো মাথায় রাখুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...