আমি ২৬ বছর বয়সি যুবতি। আমি খুবই স্বাধীনচেতা। আমার যা-যা করতে ভালো লাগে আমি করি। আমার কাজের কী পরিণাম হবে অতশত আমি কখনও চিন্তা করি না। স্কুলে থাকতেই আমি ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে দ্বিধাবোধ করতাম না। এমনকী যৗন আনন্দও উপভোগ করেছি বেশ কয়েকবার। প্রথম প্রথম ২-৩ বার আমি প্রেগন্যান্ট হয়ে পড়ি এবং গর্ভপাত করাই। কিন্তু তারপর আমি আমার স্টেডি বয়ফ্রেন্ডের সঙ্গে কোনওরকম প্রোটেকশন ছাড়াই বহুবার শারীরিক সম্পর্ক গড়েছি কিন্তু গর্ভধারণ করিনি। এখন ঠিক করেছি বিয়ে করব এবং এই বয়ফ্রেন্ডকেই বিয়ে করছি। সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই আমি এই বিয়ে করছি। একটা শুধু সমস্যা যে এতদিন এতবার আমি প্রোটেকশন ছাড়া সহবাস করেছি কিন্তু প্রেগন্যান্ট হইনি। এমন নয়তো যে প্রথম প্রথম ওষুধ খেয়ে গর্ভপাত করানোর জন্য আমার শরীরে এমন কিছু হয়েছে যাতে আমি আর কোনওদিন গর্ভধারণ করতে পারব না? এর আর কী কারণ থাকতে পারে? যদি আমি কোনওদিন ‘মা না হতে পারি তাহলে বিয়ে করাটাই আমার উচিত নয়। আমি আমার হবু স্বামীকে কিছুই জানাইনি এই ব্যাপারে। ও সহবাসের ইচ্ছা প্রকাশ করলে আমিই এখন পিছিয়ে যাই। আমার চরিত্রের পরিবর্তনে ও খুব চিন্তিত হয়ে পড়ছে। আমি কীভাবে পরিস্থিতি সামলাব?
অল্প বয়স থেকেই একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া এবং একাধিকবার সেক্স করার সঙ্গে এতবার ওষুধ খেয়ে গর্ভপাত করানো আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারত এবং আপনি যে-কোনও যৗনরোগেরও শিকার হতে পারতেন। আপনি এতদিন যেভাবে জীবন কাটিয়ে এসেছেন তার কী পরিণাম হতে পারে, মা হতে পারবেন কিনা ইত্যাদি এখন ভাবতে বসেছেন যখন বিয়ে ঠিক হয়ে গেছে। এখন এগুলো ভাবার কোনও মানে হয় না। যখন ভাবা উচিত ছিল তখন শুধু লাইফটাকে এনজয় করে গেছেন সুতরাং এখন সব চিন্তা ছেড়ে বিয়ের চিন্তা করুন।