দাম্পত্য-যৌনতা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়৷ যে-দম্পতির সুস্থ যৌনজীবন রয়েছে, দেখা যায় তারা সুখী জীবন অতিবাহিত করেন৷বহু পাঠকের চিঠি থেকে আমরা জানতে পারি তাদের অসুখী জীবনের বিবরণ৷ কী করলে এই মনকষ্ট থেকে মুক্তি পাবেন, তারই সমাধান দেওয়ার চেষ্টা করেছি আমরা এই দুটি প্রশ্নের উত্তরে৷
আমার বয়স ৩০ বছর। অ্যারেঞ্জড ম্যারেজ। বিবাহিত জীবন ৬বছরের। স্বামীর বয়স ৩৫ বছর। আমাদের কোনও সন্তান নেই। আমরা, বিশেষকরে আমি ভীষণ অসুখী। কারণ, আমার স্বামী সবসময় আমার সঙ্গে বাজে ব্যবহার করেন। আমার সঙ্গে এক মুহূর্তের জন্যও উনি ভালো ভাবে কথা বলেননি। আমি যা করি তা-ই ভুল বা বাজে বলে বিরক্তিপ্রকাশ করেন আমার স্বামী। প্রায় তিনবছর আমাদের মধ্যে কোনওরকম যৌনসম্পর্ক হয়নি।একাকিত্ব ভুলতে, গত দু’বছর ধরে আমি বিরক্ত হয়ে অন্য পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করেছি কিন্তু এখনও কারও সঙ্গে সেক্স-এ লিপ্ত হয়নি। কারণ, এখনও স্বামীকে ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছে নেই আমার। আমি খুব চেষ্টাও করছি স্বামী-স্ত্রীর সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে কিন্তু আমার স্বামীর এতে কোনও আগ্রহ নেই। কী করা উচিত আমার?
যেহেতু ৬বছর আপনারা বিবাহিত জীবন কাটিয়েছেন, তাই স্বামীর সঙ্গে খোলামেলা আলোচনায় বসে সমস্যার সমাধানের ব্যবস্থা করুন। এর জন্য ম্যারেজ কাউন্সেলর-এর সাহায্য নিতে পারেন। কিন্তু আপনার স্বামী কেন বিবাহিত জীবনে সুখাী নন তা বোঝা গেল না। উনি কি অন্য কোনও মহিলার সঙ্গে কোনও সিরিয়াস রিলেশন-এ জড়িয়ে পড়েছেন? কেন উনি আপনার সঙ্গে আর সম্পর্ক রাখতে আগ্রহী নন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন। পাশাপাশি, আপনিও অন্য পুরুষের প্রতি বেশি আকর্ষণ অনুভব করছেন কিনা ভেবে দেখুন। যেহেতু আপনার কোনও সন্তান নেই, তাই চাইলে অনায়াসে বিবাহবিচ্ছেদ করে নতুন জীবন শুরু করতে পারেন। মনে রাখবেন, জীবন এবং সময় দুটোই বহমান। তাই, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া ভীষণ জরুরি।