আমার বয়ফ্রেন্ড-এর বয়স ২৬ বছর এবং আমার ২৩। কর্মসূত্রে আমরা বাড়ির বাইরে প্রবাসে থাকি। তাই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয় না।  আসলে দুজনে একই সঙ্গে একটা প্রফেশনাল কোর্স করতে গিয়ে আমাদের আলাপ, তারপর প্রেম৷ আমাদের দুই পরিবারের কেউ এই সম্পর্কের কথা এখনও জানে না৷ আমরা ঠিক করেছি আগে যথেষ্ট স্বাবলম্বী হব, তারপর বিয়ে করব৷ আপাতত দুজনেৰ বড়ো শহরে স্ট্রাগল করছি৷ অর্থিক সাশ্রয়ের জন্য আমরা (আমি ও আমার বয়ফ্রেন্ড) সিদ্ধান্ত নিয়েছি, একই ফ্ল্যাটে বাস করব। এতে দুজনে মিলে অর্ধেক ফ্ল্যাট-ভাড়া দিতে হবে এবং খাওয়ার খরচও কমবে। আমাদের অনেক বন্ধু এভাবেই থাকে। তবে আমরা ঠিক করেছি, একসঙ্গে থাকলেও বিয়ের আগে আমরা যৌনাচারে লিপ্ত হব না। আমরা কি ঠিক পথে এগোচ্ছি?

 

টাকা বাঁচানোর জন্য বয়ফ্রেন্ডের সঙ্গে একই ফ্ল্যাটে ভাড়া থাকার সিদ্ধান্তে আপাত ভাবে কোনও ভুল নেই। কিন্তু সমস্যা অন্যত্র। প্রথমত,আগুনের কাছে ঘি থাকলে গলবেই। অতএব, বিয়ের আগে যৌনসম্পর্ক স্থাপন না করার সিদ্ধান্ত বাস্তবে উলটো ফল দেবে। আর যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে, আপনারা কঠিন সংযমের ‘নিরামিষ’ থাকবেন, কিন্তু আপনার বন্ধুবান্ধব বা সহকর্মীরা তা বিশ্বাস না করে রসালো খবর ছড়ালে তা ‘হজম’ করতে পারবেন তো? কিংবা ধরুন হঠাৎ যদি আপনাদের পরিবারের লোকেরা দেখা করতে আসেন তাহলে তাদের কাছে সত্যের মুখোমুখি হওয়ার হিম্মত আছে তো?

আসলে আমরা নিজেদের তৈরি মন-জগতে এমন অনেক কিছু ভাবি যা বাস্তবে করে দেখানো খুব কঠিন৷ বিশেষ করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে, আত্মসংযম বজায় রাখাটা বেশ কষ্টসাপেক্ষ৷ আপনি যেমনটা ভাবছেন, আপনার প্রেমিক তা না-ও ভাবতে পারেন৷ একসঙ্গে থাকা শুরু করলে পরস্পরের প্রতি দাবি বাড়বে৷ তখন আপনি চাইলেও তার শারীরিক চাহিদা এড়াতে পারবেন না৷ তাই এক সঙ্গে থাকা ঠিক হবে কিনা সেটা বারবার ভাবুন৷ সমাজ এখনো যথেষ্ট রক্ষণশীল৷ আপনারা লিভ ইন -ই করছেন এক প্রকার৷ তাই সমাজের সমালোচনার মুখে পড়লে সেটা কীভাবে সামলাবেন, বা তার দরুণ আপনাদের সম্পর্কের উপর কোনও প্রভাব পড়বে কিনা সেটা আগে থেকে প্রেমিকের সঙ্গে আলোচনা করে ঠিক করুন৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...