সম্প্রতি পাঁচমাস হল আমার বিয়ে হয়েছে। আমাদের লভ ম্যারেজ। কিছুদিন হল একটি ছেলে নাছোড়বান্দা হয়ে আমার স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে আমি সাংঘাতিক কিছু একটা ঘটিয়ে বসব। মাসে দুটো রবিবার আমরা, বউয়ের বাপের বাড়ি লাঞ্চে যাই। প্রথম তিনমাস ওখানে আমরা শুধু চারজনই একত্রিত হতাম। আমরা দুজন এবং বউয়ের মা-বাবা। কিন্তু গত তিনমাস থেকে ওনারা ওনাদের পাশের বাড়িতে আসা নতুন একটি দম্পতিকে নিমন্ত্রণ করতে শুরু করেছেন। আমার শ্বশুর-শাশুড়ি ওই দম্পতিকে খুবই স্নেহ করেন এবং ওদের সঙ্গে অনেক জায়গায় বেড়াতেও যান। কিন্তু ছেলেটি আমার স্ত্রীয়ের সঙ্গে খোলাখুলি ফ্লার্ট করে এবং ও যে আমার স্ত্রীকে পছন্দ করে সেটা পরিষ্কার ওর চোখেমুখে ফুটে ওঠে। আমার স্ত্রীকে দেওয়ার মতো কমপ্লিমেন্ট যেন ওর ফুরোয় না এবং সকলের মাঝেও ওকে আলাদা করে ঘরের কোণে নিয়ে গিয়ে গল্প করতে থাকে। আমি চাই না স্ত্রী আমাকে ভুল বোঝে কিন্তু পুরো ব্যাপারটা আমাকে ভিতরে ভিতরে প্রচণ্ড অস্থির করে তুলেছে। আমি কী করব?
আপনার উচিত, মনের ভিতরের সব আশঙ্কা বউয়ের সঙ্গে শেয়ার করা। হয়তো ব্যাপারটা কিছুই নয়। স্বাভাবিক ভাবেই হয়তো ছেলেটি আপনার স্ত্রীয়ের সঙ্গে গল্প করে এবং আপনার স্ত্রীয়ের কাছেও পুরো ব্যাপারটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার নিজের মানসিক এই স্থিতি নিয়ে বেশিদিন আপনার পক্ষে চলা সম্ভব নয়। আপনার স্ত্রী হয়তো কিছুই বুঝতে পারছেন না কিন্তু অন্য ছেলেটির উচিত নয় আপনার স্ত্রীকে আলাদা করে ঘরের নির্জন স্থানে নিয়ে যাওয়া। হয়তো ছেলেটি সরাসরি আপনাকে ওপেন চ্যালেঞ্জ জানাবার চেষ্টা করছে। কোনও মানুষই পারফেক্ট নয়, আপনি হয়তো ছেলেটির বউয়ের সঙ্গে এ ধরনের আচরণ কখনও করতেন না। সবথেকে ভালো হয় যদি শ্বশুর-শাশুড়িকে পুরোটা খুলে বলেন এবং আপনাদের সঙ্গে যাতে ওই দম্পতির নিমন্ত্রণের দিন ম্যাচ না করে সেই অনুরোধ তাদের কাছে করুন।