আমার বয়স ১৮ বছর। কিছুদিন ধরেই আমার ক্লাসের একটি মেয়ের ব্যবহারে আমি অস্বস্তি বোধ করছি। আমার প্রতি ভালোবাসার আবেগ ওর মধ্যে একটু বেশি বলেই আমার মনে হচ্ছে। সামান্য কারণে ও আমাকে জড়িয়ে ধরছে, ঠোঁটে ওর ঠোঁট স্পর্শ করছে। আমার কেন জানি না মনে হচ্ছে ও লেসবিয়ান। আমি ওর সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই না অথচ আমি যখনই ওকে এড়িয়ে যেতে চাই তখনই ওকে অসম্ভব ব্যথিত মনে হয়। ও কান্নাকাটি করতে থাকে। অন্য বন্ধুদের সামনে আমার খুব এমব্যারাসড লাগে। কী করে আমি নিশ্চিত হব যে ও সমকামী কিনা? দয়া করে আমাকে পরামর্শ দিন।

 কিশোরাবস্থা থেকে যৌবনে উপনীত হওয়ার সময়টাতে ছেলে-মেয়ে সেক্সুয়াল প্রেফারেন্স নিয়ে খুব কনফিউজড থাকে। তখন ওই সময়টাতে ওদের মধ্যে একটা মিশ্রিত অনুভূতি এবং ইমোশন তৈরি হয়। শরীরে সেক্স হরমোন তৈরি হওয়া শুরু হয় বলেই ওই সময় এই ধরনের অনুভূতির শিকার হয় ছেলে-মেয়ে উভয়েই। এই সময় টিনএজাররা নিজেদের সেক্সের প্রতিও আকর্ষণ বোধ করে। এটি খুবই কমন সমস্যা। কিন্তু যেহেতু এটি একটি পাসিং ফেজ, সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় নিজেদের সেক্সের প্রতি আকর্ষণ ধীরে ধীরে বিপরীত সেক্সের প্রতি আকর্ষণে পরিবর্তিত হয়েছে।

এমনও হতে পারে আপনার বান্ধবীটি অনুরাগ প্রকাশে বিশ্বাসী। নিজের আনন্দ, ভালোবাসাকে প্রকাশ করতেই ও আপনাকে জড়িয়ে ধরে, চুম্বন করে। আর আপনি নিজের ইমোশন প্রকাশে অতটা সোচ্চার নন তাই আপনার প্রকাশও কম। আপনি বান্ধবীকে পরিষ্কার বলে দিন যে ওর এই ধরনের ভালোবাসার প্রকাশ আপনার একেবারেই পছন্দ নয়। এই ব্যবহার ওকে বন্ধ করতে বলুন। আপনি অনুরোধ করলে, আপনার বান্ধবীটি অবশ্যই নিজের আচরণ বদলাবার চেষ্টা করবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে বন্ধুত্ব মাথাচাড়া দিয়ে উঠবে। আর মেয়েটি যদি সত্যিই সমকামী হয়ে থাকে তাহলেও ও আর আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...