ঘরোয়া উপাদান ব্যবহার করে খুব সহজেই এই সমস্যাগুলো দূর করা সম্ভব। উপায়গুলো শুধু জেনে রাখা প্রয়োজন।

 আমার বয়স ১৮ বছর। রোদে বেরোলেই মুখে ফুসকুড়ি বেরোয়। সানবার্নের কারণে ঘাড়ের পিছনের দিকটা কালো হয়ে গেছে। ভালো কোম্পানির ব্লিচ আর মোম ব্যবহার করেও দেখেছি কিন্তু কোনও লাভ হয়নি। এছাড়াও আমার রং শ্যামলা এবং মুখে কোনও গ্লো নেই। ঘরোয়া উপাদান ব্যবহার করে কীভাবে আমি গ্লো ফিরিয়ে আনতে পারব আর আমি সমস্যামুক্ত হতে পারব?

 নিম অথবা তুলসীর ফেসপ্যাক লাগান। এর ফলে ত্বকের ভিতরের ধুলো, ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহে একবার জেল স্ক্রাব অবশ্যই লাগাবেন। কম তেলমশলা-যুক্ত খাবার খাওয়া বাঞ্ছনীয়। মুখ ঢেকে বাইরে বেরোবেন। এছাড়া সানবার্নের কারণে ত্বক কালো হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। আপনি টম্যাটো, শসা এবং আলুর প্যাক বানিয়ে ত্বকে লাগান এবং ২০ মিনিট রেখে হালকা করে ঘষে তুলে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সারাদিনে তিনবার এই প্যাকটি লাগান। ত্বকের কালো ভাব দূর হয়ে যাবে।

মুখে গ্লো ফিরিয়ে আনার সবথেকে ভালো উপায় হল সারাদিনে ১০ থেকে ১৫ গেলাস জল পান করুন। একই সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে রোজ মুখে মাসাজ করুন। রোদে বেরোলে সবসময় মুখ ঢেকে বেরোবেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...