আমার বয়স ১৮ বছর। রোদে বেরোলেই মুখে ব্রণ, ফুসকুড়ি Pimples বেরোয়। ঘরোয়া কোনও উপায় বলুন যাতে আমি সমস্যামুক্ত হতে পারব। এছাড়াও আমার আর একটি সমস্যা হল, আমার রং শ্যামলা এবং মুখে কোনও গ্লো নেই। ঘরোয়া উপাদান ব্যবহার করে কীভাবে গ্লো ফিরিয়ে আনা সম্ভব হবে?

 নিম অথবা তুলসীর ফেসপ্যাক লাগান। নিমপাতা খুব ভালো জীবানুনাশকের কাজ করে, তাই ব্রণ সারাতে নিমপাতা খুবই উপকারী। নিমপাতা বেটে চন্দনের গুঁড়ো এবং গোলাপজল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে সেটি ব্রণর Pimples উপরে লাগান ও ২০মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন। একই ভাবে তুলসীর ফেসপ্যাক তৈরি করেও ব্রণর উপরে লাগাতে পারেন। ব্রণ হওয়ার একটি অন্যতম কারণ হল অপরিষ্কার ত্বক। এই ফেসপ্যাক লাগাবার ফলে ত্বকের ভিতরের ধুলো ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। এছাড়া পুদিনা পাতাও ত্বকের অতিরিক্ত তেল এবং ব্রণর সংক্রমণ কমাতে অত্যন্ত কার্যকরী। টাটকা পুদিনা পাতা বেটে প্রভাবিত জায়গায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর হয়ে যাবে। সপ্তাহে একবার জেল স্ক্রাব অবশ্যই লাগাবেন। কম তেলমশলা-যুক্ত খাবার খাওয়া বাঞ্ছনীয়। মুখ ঢেকে বাইরে বেরোবেন।

ত্বকের জেল্লা বাড়াতে প্রচুর পরিমাণে জল পান করুন। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচাতে রোদে বেরোনো যথাসম্ভব এড়িয়ে চলুন। বাইরে থেকে ফিরলে প্রতিদিন একটা টোম্যাটোর রস বা থেঁতো করা টোম্যাটো মুখে লাগিয়ে ১৫মিনিট মতো রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। রোদে পোড়ার দাগ মুছে যাবে। এছাড়াও বাড়িতে বসে সপ্তাহে দু’তিনদিন ঘরোয়া উপাদান দিয়ে ব্লিচ করতে পারেন। ব্লিচের জন্য সবথেকে ভালো উপাদান হল পাতিলেবু। মুখে লেবু ঘষে শুকোতে দিন। এরপর হালকা গরমজল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। অ্যালার্জির সমস্যা থাকলে লেবু ব্যবহার করবেন না। তার বদলে ১চামচ দুধের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। রোজ এটি ব্যবহার করতে পারেন। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কিছুদিনেই ফিরে আসবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...