সানবার্নের কারণে ঘাড়ের পিছনের দিকটা কালো হয়ে গেছে। ভালো কোম্পানির ব্লিচ আর ওয্যাক্স ব্যবহার করেও দেখেছি কিন্তু কোনও লাভ হয়নি। ঘরোয়া সমাধান কিছু আছে কি যাতে আমার সমস্যা মিটবে?

সানবার্নের কারণে ত্বক কালো হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। তবে বাড়িতে বসেই Tanning থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনি টম্যাটো, শসা এবং আলুর প্যাক বানিয়ে ত্বকে লাগান এবং ২০ মিনিট রেখে হালকা করে ঘষে তুলে ফেলুন। এছাড়াও ময়দা, চালগুঁড়ো, মুলতানি মাটি ও কাঁচা দুধ মিশিয়ে প্যাক তৈরি করে রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ২০-২৫ মিনিট, এবং জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এতেও ত্বকের উজ্জ্বলতা শিগগিরি ফিরে পাবেন।

কমলালেবুর খোসা শুকিয়ে পাউডার বানিয়ে রাখুন। ব্যবহারের সময় এক চা চামচ টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকের ট্যান অংশে লাগান এবং ৪৫ মিনিট রেখে দিন। ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সারাদিনে তিনবার এই প্যাকটি লাগান। ত্বকের কালো ভাব দূর হয়ে যাবে। পাকা কলাও Tanning দূর করতে অত্যন্ত উপযোগী। পাকা কলা এবং পাতিলেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে মুখে, হাতে পায়ে লাগিয়ে রেখে আধঘণ্টা পর ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন।

মুখে গ্লো ফিরিয়ে আনার সবথেকে ভালো উপায় হল সারাদিনে ১০ থেকে ১৫ গেলাস জল পান করুন। একই সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে রোজ মুখে মাসাজ করুন। টক দইও ট্যান দূর করার খুব ভালো একটি উপাদান। দইয়ের সঙ্গে টম্যাটো এবং চন্দন মিশিয়ে ত্বকে রোজ লাগালে নিজেই কিছুদিন পর তফাতটা বুঝতে পারবেন। রোদে বেরোলে সবসময় মুখ ঢেকে বেরোবেন। তাছাড়া রোদে বেরোলে ছাতা ছাড়া একেবারেই বেরোবেন না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...