আমার বয়স ৪০ বছর। অতিরিক্ত ভ্যাজাইনাল ডিসচার্জের Vaginal Problem - এর কারণে খুব চিন্তায় আছি। আগে এই সমস্যা থাকলেও খুব অসুবিধার মুখে কখনও পড়তে হয়নি। কিন্তু এখন সবসময় অসুবিধা বোধ করি। একটা শারীরিক অস্থিরতাও বোধ করি। এর কি কোনও চিকিৎসা আছে?

ভ্যাজাইনাল ডিসচার্জ একটি কমন রোগ। কম বয়সে বিয়ের আগে কিংবা বিয়ের পরেও এটি হতে পারে। প্রথমে এটি খুব অসুবিধা সৃষ্টি করে না, কারণ ফিজিওলজিকাল কারণেও এমনটা হতে পারে। মাসিক স্রাবের আগে অথবা ঠিক পরেও ভ্যাজাইনাল ডিসচার্জ হয়ে থাকে।

শরীরে যতদিন রিপ্রোডাকশনের ক্ষমতা থাকে ততদিন এই অবস্থা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার ক্ষেত্রে এটা অস্বাভাবিক। আপনার উচিত ডাক্তারের কাছে গিয়ে Vaginal Problem-এর কথা খুলে বলা। যোনিস্রাবের সময় যোনিতে জ্বালা, চুলকানি, স্কিন র‌্যাশ, ফোলাভাব, বারবার মূত্রত্যাগের সমস্যা এবং মূত্রত্যাগের সময় ব্যথা হওয়া ইত্যাদি সমস্যা হয়ে থাকে। অস্বাভাবিক যোনিস্রাব হওয়ার অনেক কারণ থাকতে পারে। যেমন কোনওরকম যৌন সংক্রমণ রোগ, প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া অথবা ডায়াবেটিস থাকলে ফাংগাল ইস্টের সংক্রমণ হওয়ার সমস্যা বেড়ে যাওয়া ইত্যাদি হতে পারে।

সাধারণত মহিলারা প্রথমে এই সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন যার ফলে কখনও কখনও গর্ভাশয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। যদি প্রথমেই ট্রিটমেন্ট শুরু করে দেওয়া যায় তাহলে এই সমস্যা রোধ করা সম্ভব। কিন্তু যদি এটাকে উপেক্ষা করা হয় বা দেরিতে চিকিৎসা শুরু করা হয় তাহলে সমস্যা বাড়তে পারে এবং চিকিৎসার বাইরে চলে যায়।

যৌনাঙ্গ পরিষ্কার এবং শুকনো রাখা খুব দরকার। এটা পরিষ্কার রাখার জন্য ক্রিম বা লোশন ব্যবহার করার আগে ডাক্তারকে অবশ্যই জিজ্ঞেস করবেন। যৌনাঙ্গের রোগ থেকে বাঁচতে অথবা কোনওরকম ওই স্থানে সংক্রমণ রোধ করতে প্রোটেকশন ব্যবহার অত্যন্ত জরুরি।

 

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...