আমার বয়স ৩৪ বছর। আমার বারবার এন্ডোমিট্রিয়সিস-এর সমস্যা হয়। আমি সার্জারি করিয়ে রিমুভ-ও করিয়ে দিয়েছি তা সত্ত্বেও ডাক্তার Endometriosis-এর সমস্যা রয়েছে বলছেন। পিরিয়ডস চলাকালীন আমার প্রচণ্ড ব্যথা হয় এবং অধিক পরিমাণে রক্তস্রাব হয়।

এন্ডোমিট্রিয়সিস গর্ভাশয়ের একটি সমস্যা। এর ফলে গর্ভাশয়ের ভিতরের পরতে এন্ডেমিট্রিয়াস লাইনিং-এ অস্বাভাবিক গ্রোথ হতে দেখা যায় এবং এটি গর্ভাশয়ের বাইরেও বেরিয়ে আসে। কখনও কখনও এন্ডোমিট্রিয়াম-এর লেয়ার গর্ভাশয়ের বাইরের লেয়ার ছাড়াও ওভারি ইনটেসটাইন এবং অন্যান্য প্রজনন অঙ্গ পর্যন্তও ছড়িয়ে পড়ে। এটাকেই এন্ডোমিট্রিয়সিস বলা হয়। এন্ডোমিট্রিয়াম লেয়ারে গ্রোথ-এর ফলে ফেলোপিয়ান টিউব, ডিম্বাশয়ের ক্ষমতার উপরেও প্রভাব পড়ে। মহিলাদের পিরিয়ডস-এর সময় অধিক ব্যথা এবং রক্তস্রাবের কারণ হল এন্ডোমিট্রিয়সিস। গর্ভধারণের ক্ষেত্রে এটি বাধার সৃষ্টি করতে পারে। এর ফলে মহিলাদের মধ্যে ইনফার্টিলিটির সমস্যা হতে পারে। বাইরের কোনও সমস্যা নয় বরং শরীরের ভিতরের সমস্যার কারণেই এই সংক্রমণ হয়। ডিম্বাশয় পর্যন্ত এন্ডোমিট্রিয়সিস ছড়িয়ে পড়লে ওই অংশে সিস্ট তৈরি হতে পারে।

মেডিকেল ট্রিটমেন্টে অ্যার্টিফিশিয়াল মেনোপজ-এর মাধ্যমে Endometriosis-কে রোধ করা সম্ভব। এর জন্য হরমোন ওষুধ বা একটা ইনজেকশনই যথেষ্ট। এছাড়াও এন্ডোমিট্রিয়সিস-এর সমস্যাগ্রস্ত মহিলারা যদি সন্তান চান, তাদের জন্য আইইউআই এবং আইভিএফ-এর মতো স্পেশাল ট্রিটমেন্ট রয়েছে। যদি অসুস্থ ব্যক্তির বয়স বেশি হয় এবং কয়েকটি সার্জারি আগেই হয়েছে, তাহলে গর্ভাশয় এবং ওভারি বার করে দিয়ে হিস্টরেক্টমি করানোই সব থেকে ভালো উপায়।

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...