আমার স্বামীর বয়স ৪৮ বছর। ওনার ডান কিডনিতে পাথর হয়েছে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে ডাক্তার জানিয়েছেন, পাথরের আকার ৫.৫ মিলিমিটার। এও বলেছেন, পাথর নিজে থেকেই বেরিয়ে যেতে পারে। তবে স্বামীকে রোজ ২-৩ লিটার জল এবং অন্যান্য তরল কিছু খাওয়ার পরামর্শ দিয়েছেন। কুলমি-র পাহাড়ি ডাল যেটার চলতি নাম ‘হর্স গ্রাম', সেটি খেতে বলেছেন এবং ব্যথা হলে ওষুধ খেলেই হবে বলেছেন। কিন্তু আমার মনের সংশয় দূর হচ্ছে না। খালি মনে হচ্ছে এতে কিডনি খারাপ হয়ে যাবে না তো? Kidney Stone কি নিজে থেকে বেরিয়ে যাওয়া সম্ভব? সার্জারি করানোটা কি ভালো বিকল্প নয়?
ডাক্তার আপনাদের সঠিক পরামর্শই দিয়েছেন। বহু ক্ষেত্রেই দেখা যায় কিডনির পাথর নিজে থেকেই নীচের দিকে নেমে আসে এবং ইউরিনের সঙ্গে নিজে থেকেই বেরিয়ে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখা ভালো পাথরের আকার যদি ৭ মিলিমিটার থেকে ছোটো হয়, বাইরের পরত খুব মসৃণ হয়, পাথরটি যদি ট্রিপল ফসফেট দ্বারা তৈরি হয়, অক্সালেট দ্বারা নয় এবং ব্যক্তির মূত্র নিকাশি তন্ত্রে যদি কোনওরকম বাধা না থাকে তাহলে মূত্রের সঙ্গে Kidney Stone বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৯০ শতাংশ। যদি পাথরটি আকারে ধীরে ধীরে বড়ো হতে থাকে তাহলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও কমতে থাকে।
আপনার স্বামীর ক্ষেত্রে পাথরের আকার বাড়েনি সুতরাং কিডনির ফাংশনে কোনও বাধা হচ্ছে না এবং অন্য কোনও সমস্যাও তৈরি হয়নি। মাঝে মাঝেই আল্ট্রাসাউন্ড করিয়ে নজর রাখতে থাকুন। মূত্রত্যাগের সময় যদি জ্বালা করে বা ঠান্ডা লেগে প্রচণ্ড জ্বর আসে তাহলে বুঝতে হবে মূত্রনালিতে সংক্রমণ হয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে ওষুধ শুরু করা খুবই জরুরি। কিডনি স্টোন অপারেশন খুব ছোটো অপারেশন নয়। সুতরাং আগে চিকিৎসা করিয়ে চেষ্টা করুন তারপর না হয় অপারেশনের কথা চিন্তা করবেন।
বিগত কয়েক বছর ধরে কোনওরকম কাটাছেঁড়া না করেই শক ওয়েভ লিথোট্রিক্স পদ্ধতির মাধ্যমে বিশেষ মেশিন দ্বারা শরীরের বাইরে থেকেই Kidney Stone-এর উপর উচ্চশক্তির লেজার-রে ফেলে পাথরটিকে বহু ছোটো ছোটো টুকরোয় ভেঙে ফেলতে ডাক্তাররা সক্ষম হয়েছেন। কিন্তু কোনও পদ্ধতিই একশো শতাংশ সুরক্ষিত নয় যে, সেটার কথা সবার আগে ভাবা যেতে পারে। সুতরাং এটাই বাঞ্ছনীয়— আপনারা ডাক্তারের পরামর্শ মতোই চলুন এবং অত্যধিক চিন্তা করার কোনও আবশ্যকতা নেই।