আমি ২৭ বছর বয়সি অবিবাহিত যুবতি। বর্তমানে একটি সম্পর্কে রয়েছি এবং বিয়ে করার ইচ্ছে নেই। যৌনসংগমের সময় আমার বয়ফ্রেন্ড কনডোম ব্যবহার করে। সত্যিই কি কনডোম ব্যবহারে গর্ভসঞ্চার রোধ করা যায়? দু'টি Condom কি একসঙ্গে প্রয়োগ করা সম্ভব, সম্ভোগ পুরোপুরি সুরক্ষিত করতে?

গর্ভসঞ্চার আটকাবার জন্য কনডোম সবথেকে সুরক্ষিত বিকল্প। অযাচিত গর্ভাবস্থা থেকে রক্ষা পেতে এটি ব্যবহার করা হয়। এছাড়াও এইডস, এইচআইভি, গনোরিয়া, সিফিলিসের মতো যৌন রোগের ঝুঁকিও হ্রাস পায়। সঠিকভাবে ব্যবহার করা হলে Condom এইচআইভি প্রতিরোধের পাশাপাশি গর্ভাবস্থা এবং এসটিআই প্রতিরোধ করে। তবে কনডোম ফেটে গেলে গর্ভাবস্থা এড়াতে পাঁচ দিনের মধ্যে পিলস ব্যবহার করুন।

বাজারেও এটি সহজলভ্য। এর ব্যহবার করে প্রেগনেন্সি তো বটেই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজও আটকানো সম্ভব। তবে যৌনসংগমের সময় কনডোম ব্যবহার করেও অনেক সময় গর্ভসঞ্চার হয়ে যায়, যদি কনডোম অসতর্ক মুহূর্তে ফেটে যায়। অবশ্য খারাপ কোয়ালিটির কনডোমেই এই বিপদের ভয় থাকে। সুতরাং নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে এই নিয়ে খোলাখুলি আলোচনা করুন। ব্র্যান্ডেড কনডোম ব্যবহার করারই পরামর্শ দিন। দোকান থেকে কনডোম কেনার সময় এক্সপায়ারি ডেট অবশ্যই দেখে নিতে বলবেন। কারণ এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া Condom ব্যবহার করলে যৌন রোগের সম্ভবনা বাড়ে।  এখন মার্কেটে নানা ফ্লেভারের কনডোম কিনতে পাওয়া যায়। এছাড়াও ডটেড কনডোম, রিবড কনডোম, থিন বা আলট্রা থিন কনডোম ব্যবহার করা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। এতে যৌনসম্পর্কেও রোমাঞ্চ অনুভূত হয়। অবশ্য ব্যক্তিভেদে চাহিদারও বদল হয়।

দুটি কনডোম একসঙ্গে ব্যবহার করা বাঞ্ছনীয় নয়। কারণ সেক্সের সময় একটার সঙ্গে একটা ঘষা লেগে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও সম্ভোগের চরম মুহূর্তে কনডোম ফেটে গেলে চরম সুখ পাওয়া থেকেও বঞ্চিত থেকে যেতে পারেন। Condom ছাড়াও যৌনসুখ পেতে ভ্যাজাইনাল কন্ট্রাসেপ্টিভ পিল্স-ও ব্যবহার করতে পারেন। যৌনতা জড়িত কোনওরকম ভয় ছাড়াই এটি ব্যবহার করা যেতে পারে। তবে বয়ফ্রেন্ড- কে অবশ্যই কনডোম ব্যবহার করতে বলবেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...