গত তিন বছর ধরে আমি এবং আমার স্বামী আমাদের ২৫ বছর বয়সি একমাত্র মেয়ের বিয়ের চেষ্টা করছি। কিন্তু কোন কিছুই এখনও ঠিক হয়নি। এর মূল কারণ হচ্ছে, যে- পাত্রই ঠিক করা হয়, আমার মেয়ে তাকেই নাকচ করে দেয়। কখনও পাত্র, আবার কখনও পাত্রের পরিবারের দোষ খোঁজে। সম্প্রতি কয়েকদিন আগেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতে আমি এবং স্বামী মেয়েকে খুব বকাবকি করি। বকাবকি করাতে মেয়ে আমাদের কাছে স্বীকার করে যে, সে সমলিঙ্গী এবং একটি মেয়েকে সে ভালোবাসে এবং সেই মেয়েটিও আমার মেয়েকে ভালোবাসে।

এটা জানতে পেরে আমরা প্রচণ্ড বিচলিত হয়ে পড়ি।  আমার স্বামী তো এখনও শক কাটিয়ে উঠতে পারেননি। ওনার একটাই কথা, মেয়ে যদি অন্য মেয়েটির সঙ্গে থাকতে আরম্ভ করে, তাহলে উনি লজ্জায় আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হবেন। এছাড়াও ভয় হচ্ছে আমরা একটা ছোট্ট শহরে থাকি যেখানে এই ধরনের ঘটনা কখনও ঘটতে শোনা যায়নি। সুতরাং সমাজেও আমাদের মান-সম্মান কিছুই বজায় থাকবে না। কিন্তু আমার মেয়ে এসব কিছুই মানতে চাইছে না। আমার ছেলেই একমাত্র নিজের ছোটো বোনকে সাপোর্ট করছে। আমি জানি না এই অবস্থায় আমার কী করা উচিত, শুধু আমি আমার মেয়েকে সুখী দেখতে চাই। আমি কী করব?

 

আপনার মেয়ে নিজের ইচ্ছেয় সমলিঙ্গী হয়নি। ইচ্ছে করলেই সে নিজের যৌন-প্রয়োজন বদলাতে পারবে না। আপনাদের মন রেখে সে যদি কোনও পুরুষকে বিয়ে করে, তাহলেও সে নিজেকে এবং নিজের স্বামীকে কোনওদিনও সুখী করতে পারবে না।

অনেক সাহস সঞ্চয় করে আপনার মেয়ে যে, সামাজিক সংস্কারের বন্ধন অগ্রাহ্য করে আপনাদের সামনে সত্যিটা বলতে পেরেছে, এটা আশীর্বাদ বলে মনে করুন। মেয়েকে সাহস দিন এবং আপনার ছেলেও যে বোনের পাশে আছে সেটা ভেবে আনন্দ পান।সমকামী হওয়াটা এখন আর আইনের চোখেও অপরাধের বিষয় নয়। সুতরাং যে কেই তার পছন্দমতো সেক্সুয়াল প্রেফারেন্স বেছে নিতেই পারেন। মেয়ের কথা সবাই ভাবুন এবং নিজেদের ছেড়ে মেয়ের সুখের দিকেই নজর দিন। বাইরের লোক কী ভাববে তাই নিয়ে মাথাব্যথা করবেন না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...