আমি ২০ বছর বয়সি যুবকবছর ধরে একটি মেয়েকে ভালোবাসিমেয়েটিও আমাকে খুবই ভালোবাসেআমরা আলাদা আলাদা শহরে থাকি তাই খুব কমই আমাদের দেখা হয়কিন্তু ফোন এবং হোয়াট্‌অ্যাপ চ্যাটিং-এর মাধ্যমে আমাদের কথা হতেই থাকেআমরা দুজনেই ব্রাহ্মণ সুতরাং জাত-ধর্ম নিয়ে কোনও ঝামেলা হওয়ার কথা নয়বাড়িতে আমি এখনও মা-বাবাকে মেয়েটি সম্পর্কে খোলাখুলি কিছু জানাইনিবাড়িতে আমি সবথেকে ছোটো, তাই বড়োদের সামনে বিয়ে বা ভালোবাসার কথা বলতে সাহস হচ্ছে নাএকমাত্র দিদিকে বলেছিদিদি, বাবা-কাকার সঙ্গে কথা বলেছেওনাদের একটাই আপত্তি যে মেয়ের বাড়ি অনেক দূরেঅন্য শহরে বরযাত্রী নিয়ে যাওয়া অত খরচ করতে ওনারা রাজি ননওনাদের ইচ্ছে আশেপাশে থাকে এমন কোনও মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়াদিদি বাবাকে বলেছে, ভাই ওই মেয়েটিকে ভালোবাসে এবং ওকেই বিয়ে করবে ঠিক করেছেএতে বাবা উত্তর দিয়েছেন যে, প্রেম-ভালোবাসার কথা সিনেমার পরদাতেই নাকি ভালো লাগেআমাদের এখানকার সংস্কৃতি হল বিয়ের পর ভালোবাসামেয়েটি আমাদের শহরের হলেও কথা ছিল, মেনে নেওয়ার একটা কারণ ছিলকিন্তু এখন বাবা সরাসরি জানিয়ে দিয়েছেন মেয়েটিকে ভুলে যেতেমেয়েটির বাড়িতেও এই একই সমস্যামেয়েটির দাদা আমার বন্ধু তাই ওদের বাড়িতেও আমি কয়েকবার গিয়েছিওরা সকলেই আমাকে দেখেছে, কথা বলেছেপাত্র হিসেবে আমাকে ওনাদের পছন্দ কিন্তু অত দূরে অন্য শহরে ওরা মেয়ের বিয়ে দিতে রাজি ননমেয়ের দাদাও নিজের মা-বাবাকে বোঝাবার অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই রাজি করাতে পারছে নাআমরা দুজন কী করব ভেবে পাচ্ছি নাবাড়ি থেকে পালিয়ে গিয়ে আমরা বিয়ে করতে চাই নাএতে উভয়ের পরিবারেরই বদনাম হবেআমি এই অশান্তিতে নিজের কেরিয়ারের উপরও মনোযোগ দিতে পারছি নাএই অবস্থায় আমার কী করা উচিত?

 

আপনার এখনও বিয়ের বয়স হয়নি। আপনার এখন মাত্র কুড়ি বছর বয়স। এখন কেরিয়ার নিয়ে ভাবার সময়। সুতরাং পড়াশোনা বা চাকরি আপনি এখন যা করছেন তাতে মনোযোগ দিন এবং সেটার জন্য পরিশ্রম করুন। কেরিয়ার-কে প্রাধান্য দিন, তারপর আর সব কিছু। একবার লক্ষ্য পূরণ হয়ে গেলে, কেরিয়ারে নিশ্চয়তা আসলে, হয়তো বাড়ির চিন্তাধারাও অনেকটা বদলাবে। বাড়ির লোক হয়তো কোনও শর্ত ছাড়াই আপনাদের দুজনের সম্পর্কটা মেনে নেবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...